রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘিতে মধ্য রাতে একটি বাড়ি আগুন লাগার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) উপজেলার রামপুরা গ্রামের জাফের প্রামানিকের দোতলা মাটির বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় বাড়ির টিনসহ প্রায় ৭০ হাজার টাকার আসবাবপত্র পুড়ে গেছে।
জানাযায়, জাফের প্রামানিক রাত ৯ টার সময় রাতের খাওয়া শেষ করে ঘুমানোর জন্য শুয়ে পড়ে। রাত ১১ টার সময় এলাকাবাসীর চিল্লাচিল্লিতে ঘুম থেকে উঠে দেখে তার বাড়ির পশ্চিম দিকের এক ঘরের মেঝেতে রাখা খড় খুটো এবং টিনের চালের আগুন জ্বলছে। এরপর এলাকাবাসীর সহায়তায় প্রায় ১ ঘন্টার চেস্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
জাফের প্রামানিক বলেন, আমি প্রতিদিনের মত রাতে খাবার শেষ খেয়ে ঘুমিয়ে পড়ি। হঠাৎ এলাকাবাসীর চিল্লাচিল্লি শুনতে পাই। ঘুম থেকে উঠে দেখি আমার বাড়িতে আগুন লাগছে। কিভাবে, কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে তা আমার জানা নাই । এই ঘটনায় থানায় একটি অভিযোগ দিয়েছি।
এছাড়া আগুনের এই ঘটনায় প্রায় ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবত্তী বলেন, বিষয়টি আমি শুনেছি। এই বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।