আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতিসহ নয় দফা দাবিতে মানববন্ধন

আপডেট: অক্টোবর ১৩, ২০২৩, ৮:৫৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:


আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতিসহ নয় দফা দাবিতে নগরীতে মানববন্ধন করেছে জাতীয় আদিবাসী পরিষদ। এছাড়া দাবি নিয়ে প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি দিয়েছে আদিবাসীরা নেতারা।

শুক্রবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সাহেববাজার জিরোপয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে আদিবাসী নেতাকর্মীরা বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।বক্তারা সরকারের কাছে আদিবাসীদের ‘আদিবাসী’ হিসেবেই সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার দাবি জানান।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া, সমতলের আদিবাসীদের জন্য স্বাধীন ভূমি কমিশন গঠন, সরকারি চাকরিতে কোটা নিশ্চিত, উচ্চশিক্ষায় কোটা বাস্তবায়নসহ আদিবাসীদের ওপর নির্যাতন বন্ধ করা, ছিন্নমূল আদিবাসীদের পুনর্বাসন।

আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি অ্যাড. বাবুল রবিদাসের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন আদিবাসী পরিষদের উপদেষ্টা ও ওয়ার্কার্স পার্টির নেতা রফিকুল ইসলাম পিয়ারুল, দেবাশিষ প্রামানিক দেবু, অধ্যাপক আশরাফুল হক তোতা, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গণেশ মার্ডি, প্রেসিডিয়াম সদস্য খ্রিষ্টিনা বিশ্বাস, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিমল রাজোয়াসহ আদিবাসী পরিষদের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ