মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি :
জাতীয় আদিবাসী পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সুরেন্দ্রনাথ সরদারের ১৩ তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটি এই স্মরণসভার আয়োজন করে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় রাজশাহী নগরীর গণকপাড়ায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এই শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক ও সংগঠনের সকল প্রয়াত নেতাদের মঙ্গল কামনার্থে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গণেশ মার্ডির সভাপতিত্বে এই স্মরণসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড় ও সাধারণ সম্পাদক সুসেন কুমার শ্যামদুয়ার, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় সদস্য ও সাবেক রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক আন্দ্রিয়াস বিশ্বাস (আনু পাহাড়ি) প্রেসিডিয়াম সদস্য ক্রিস্টিনা বিশ্বাস, কেন্দ্রীয় দফতর সম্পাদক ও রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক ছোটন সরদার, কেন্দ্রীয় সদস্য ও নাটোরের সভাপতি নরেশ চন্দ্র উরাও, পবার সভাপতি মুকুল বিশ্বাস, নওগাঁ জেলার যুগ্ম আহবায়ক রুপচান লাকড়া, দুর্গাপুরের সাধারণ সম্পাদক গোলাপি সরেন,গোমস্তাপুর সাধারণ সম্পাদক অনুকূল বর্মন, কেন্দ্রীয় যুব পরিষদের যুগ্ম আহ্বায়ক শ্যামলাল তেলী,কেন্দ্রীয় ছাত্র পরিষদের সদস্য উত্তম কুমার মাহাতো প্রমুখ।