আদিবাসী মুক্তি মোর্চা’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন আ’লীগ ক্ষমতায় আছে বলে সব ধর্মের মানুষ নিরাপদে বসবাস করছে : রেনী

আপডেট: অক্টোবর ২০, ২০২৩, ৫:৫৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:


‘সংগঠনে আনে শক্তি, সংগ্রামে আনে মুক্তি’Ñ এই স্লোগান নিয়ে শুক্রবার (২০ অক্টোবর) দিনব্যাপি আদিবাসী মুক্তি মোর্চার ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। মোর্চা ও অঙ্গ সংগঠনের উদ্যোগে নগরীর রাজশাহী এসোসিয়েশনের হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, বিশিষ্ট সমাজসেবী শাহিন আক্তার রেনী। খবর বিজ্ঞপ্তির।

প্রধান অতিথি বলেন, আদিবাসী জনগণ অত্যন্ত সৎ ও নিরীহ স্বভাবের । তাদের মধ্যে কোনো ধরনের প্রতিহিংসা নাই। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একজন মমতাময়ী মা ও সেবক। তিনি আদিবাসীদের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। পনের বছরে দেশের উন্নয়নের সাথে সাথে আদিবাসী জাতিগোষ্ঠীকে সরকাররি গেজেটভুক্ত করে ক্ষুদ্র নৃগোষ্ঠি হিসেবে স্বীকৃতি দিয়েছেন। সেইসাথে তাদের উন্নয়নে পৃথক বাজেট করছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর কারণে দেশের অভুতপূর্ব উন্নয়ন হয়েছে, তেমনি করে রাজশাহী মহানগরীর উন্নয়ন হয়েছে। উন্নয়নে যেমন বাংলাদেশ রোল মডেল, তেমনি রাজশাহীও রোল মডেলে পরিণত হয়েছে।

রাজশাহীকে শান্তির ও পরিচ্ছন্ন নগরী উল্লেখ করে শাহীন আকতার বলেন, বাংলাদেশ ও রাজশাহীর উন্নয়নে বর্তমান আওয়ামী লীগ সরকার বার বার দরকার। জানুয়ারির প্রথম দিকে জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন বানচাল করতে একটি বিরোধী শক্তি উঠেপড়ে লেগেছে। তারা সরকারের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে। বিরোধীদের এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান তিনি। সেইসাথে আদিবাসী জণগণের দীর্ঘদিনের দাবি রাসিক মেয়রকে দিয়ে প্রধানমন্ত্রী বরাবরে পৌঁছে দেবেন বলে তিনি প্রতিশ্রুতি দেন দেন।

মুক্তি মোর্চার সভাপতি যোগেন্দ্রনাথ সরেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কারিতাস রাজশাহী অঞ্চলের পরিচালক ডেভিড হেম্বম, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান পরিষদ নগরের সাধারণ সম্পাদক শ্যামলকুমার ঘোষ, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালাচারাল একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু, গোদাগাড়ী উপজেলা দিঘরী রাজা পরিষদের প্রধান উপদেষবটা চিত্তরঞ্জন সরদার, আদিবাসী মুক্তি মোর্চা রাজশাহী নগরের সভাপতি ভাদু বাস্কে, মাসাউস-র নির্বাহী পরিচালক মেরিনা হাঁসদা, গোদাগাড়ী উপজেলা পারগানা বাবুলাল মুর্মু এবং মুক্তি মোর্চা নওগাঁ জেলা সভাপতি গুলু মুর্মু। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুক্তি মোর্চা নগরের সভাপতি বিনয় টুডু।
এর আগে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের সাথে নিয়ে কেক কাটেন। এরপর তিনি তাঁরই আনা মিষ্টি সবার মাঝে বিতরণ করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version