আদিবাসী স্বীকৃতি ও পৃথক ভূমি কমিশন গঠনসহ ৯ দফা দাবিতে গোমস্তাপুরে সম্মেলন অনুষ্ঠিত

আপডেট: মার্চ ১২, ২০২৪, ৮:১৬ অপরাহ্ণ


গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনসহ ৯ দফা দাবি বাস্তবায়নে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) বিকেলে উপজেলার শ্রীকান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

জাতীয় আদিবাসী পরিষদ গোমস্তাপুর উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জাতীয় আদিবাসী পরিষদের আহ্বায়ক বীরেন বেসরা। সভায় বক্তব্য দেন গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা, ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নূহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ পারভেজ, সংগঠনের রাজশাহী বিভাগীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গণেশ মার্ডি, সাংগঠনিক সম্পাদক বিমল রাজিয়ার, জেলা জাতীয় আদিবাসী পরিষদের যুগ্ন আহবায়ক বাবুলাল টপ্পো। আদিবাসী সম্মেলন শেষে শেফালী কেয়া সভাপতি ও অনুকূল বর্মনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।