সোমবার, ১৭ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
এস এম তিতুমীর
তারা পথে থাকে
কোনো ঠাঁই নাই, আশ্রয়হীন
দিন দিন। রোদে পুড়ে
ঘুরে ঘুরে স্বপ্ন দেখে
লেখে, পুড়বার গল্প। আর
বারবার, আকাশ ছুঁতে চায়
চোখ অসহায়, জলে ভিজে
নিজে,পড়ে পড়ে পুড়ে পুড়ে
অন্ন খুঁজে। তবু বুঝে
পালাবার পথ নাই
এ-ই তো আনন্দ, তাই