আন্তজেলা ভলিবলে রাজশাহী ও বগুড়া যুগ্ম চ্যাম্পিয়ন

আপডেট: মে ২৩, ২০২৩, ১০:০১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


আন্তজেলা ভলিবল প্রতিযোগিতায় যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী ও বগুড়া। মঙ্গলবার (২৩ মে) বিকেলে বগুড়া জেলা স্টেডিয়ামে ফাইনাল খেলায় সফররত রাজশাহী ও স্বাগতিক বগুড়া জেলার ফাইনাল খেলা থাকলেও দুর্যোগপূর্ন আবহাওয়াজনিত কারণে খেলা অনুষ্ঠিত না হওয়ায় কর্তৃপক্ষ উভয়দলকে যুগ্ম-চ্যাম্পিয়ন ঘোষণা করে। এর ফলে উভয়দল জাতীয় ভলিবল প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। রাজশাহী জেলা ভলিবল দল যুগ্ম-চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় জেলা দলের সকল খেলোয়াড় ও কর্মকর্তাগনকে আন্তরিক অভিনন্দনসহ জাতীয় ভলিবল প্রতিযোগিতায় সাফল্য অর্জন করার জন্য তাদের আহবান জানান রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সাধারণ সম্পাদক মোঃ ওয়াহেদুন নবী।

এ বিভাগের অন্যান্য সংবাদ