শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আয়ারল্যান্ডের ফাস্ট বোলার ম্যাক্স সরেনসেন।
২০১২ সালে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল সরেনসেনের। আয়ারল্যান্ডের হয়ে খেলেছেন ১৩ ওয়ানডে ও ২৬ টি-টোয়েন্টি, দুই ফরম্যাটে উইকেট নিয়েছেন যথাক্রমে ১৬ ও ২৬টি। প্রথম শ্রেণির ক্রিকেটে অবশ্য ৮ ম্যাচেই নিয়েছেন ২৮ উইকেট। ২০১৩ সালে স্কটল্যান্ডের বিপক্ষে ৩৭ রানে ৫ উইকেট তার ক্যারিয়ার সেরা বোলিং।
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে জন্ম নেওয়া সরেনসেন আয়ারল্যান্ডের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০১৬ সালের জুনে। কাঁধের চোটের কারণে সম্প্রতি তার ক্লাবের হয়ে বোলিং করেননি, খেলেছেন বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে। কাঁধের চোটটাই তাকে তাড়াতাড়ি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে বাধ্য করেছে বলে জানিয়েছেন ৩১ বছর বয়সি ক্রিকেটার।
সোমবার অবসরের ঘোষণা দিয়ে সরেনসেন বলেছেন, ‘ক্যারিয়ারের এই পর্যায়ে আমার উপলব্ধি হয়েছে, জীবনকে আরেকটু এগিয়ে নেওয়া উচিত। আমার জন্য আন্তর্জাতিক বুট তুলে রেখে এগিয়ে যাওয়ার সময় এটা।’ সরেনসেন আয়ারল্যান্ডের শেষ তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপ দলেই ছিলেন। ২০১৫ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে হারানো ম্যাচে আয়ারল্যান্ডের বোলিং শুরু করেছিলেন তিনিই।