মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক ছাত্র দিবস উপলক্ষে শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে রাজশাহীর পবা উপজেলার ভূগরইল আদিবাসী পাড়া চার্চ মাঠ প্রাঙ্গনে রোটারী ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল, সেভ দি ন্যাচার এন্ড লাইফ ও বেটার ন্যাচার অ্যান্ড সোসাইটি এর আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেভ দি ন্যাচার অ্যান্ড লাইফের চেয়ারম্যান ও রোটারী ক্লাব অব রাজশাহী সেন্ট্রালের সহ-সভাপতি রোটারিয়ান মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেটার এন্ড ন্যাচার অ্যান্ড সোসাইটির চেয়ারম্যান রোটারিয়ান হাসিবুল হাসান নান্নু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রোটারিয়ান ড. গোলাম মাওলা, রোটারী ক্লাব অব রাজশাহী সেন্ট্রালের প্রেসিডেন্ট রোটারিয়ান ড. হেমায়েতুল ইসলাম আরিফ, রোটারিয়ান আতিকুর রহমান ও পিয়ারটপ ফার্মাসিটিউক্যালস এর ব্যবস্থাপনা পরিচালক ড. সৈয়দ মোস্তফা আলী। জাওয়াদ আহমেদ রাফির সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন পাহাড়িয়া সম্প্রদায়ের গ্রাম প্রধান জহন বিশ্বাস ও গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি কৃষ্ণ বিশ্বাসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।