আন্তর্জাতিক জুনিয়র টেনিসে বালিকা দ্বৈতে কোরিয়া চ্যাম্পিয়ন

আপডেট: নভেম্বর ১৮, ২০১৬, ১১:৪৪ অপরাহ্ণ


ক্রীড়া প্রতিবেদক
আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্টে বালিকা দ্বৈতে ফাইনাল খেলায় কোরিয়ার ঝাউ মিন পার্ক এবং চাও হাই জীম স্বদেশি জুটি এবং চীনের ইউজিআও চি এবং জিং ইয়ান স্বদেশি জুটিকে ৭-৫, ৬-৩ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছেন।
গতকাল নগরীর জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে বালিকা এককের ফাইনাল খেলায় চিনের ইউজিআও চি ভারতের তানিসা কাসাবকে ৬-০, ৬-৪ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছেন। এছাড়া বালক এককের খেলায় ভারতের কারান শিবসতাভ ভারতের সিদার্থ ঠাকরানকে ৬-০,৬-৩ সেটে, ভারতে রিশব শারদা ভারতের বাদলাকে ৬-১,২-১ সেটে হারিয়ে ফাইনালে উঠেছেন। বালক দ্বৈতের খেলায়  কোরিয়ার কাও কিম এবং ওয়িন স্টে লী স্বদেশি জুটি এবং কোরিয়ার ডাংকিং কিম এবং জাঙ্গা হো সোহেন স্বদেশি জুটিকে ৬-১,৬-২ সেটে পরাজিত করে ফাইনালে উঠেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ