রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ২২ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
‘দুর্নীতির বিরুদ্ধে একসাথে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সচেতন নাগরিক কমিটি (সনাক), রাজশাহী মহানগর ও দুর্নীতি দমন কমিশন রাজশাহীর যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন। বক্তব্য দেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাডভোকেট মহোসিন খান, রাজশাহী জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শরিফুল ইসলাম, দুর্নীতি দমন কমিশনের পরিচালক আবদুল আজিজ ভূঁইয়া, সচেতন নাগরিক কমিটি (সনাক) রাজশাহী মহানগরের সভাপতি প্রফেসর আবদুস সালাম, সদস্য মনিরা রহমান মিঠি প্রমুখ।
এ সময় বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক ফয়েজুল্লাহ চৌধুরীসহ দুর্নীতি দমন কমিশনের বিভাগীয় পরিচালক, উপপরিচালক, সহকারী পুলিশ কমিশনার, জেলা সুপ্রক এর সভাপতি, রাজশাহী জেলার বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে দুর্নীতিবিরোধী বার্তা সম্বলিত একটি গ্যাস বেলুন উত্তোলন করে এ কর্মসূচির উদ্বোধন করেন, জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীনসহ অতিথিরা।