মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) থেকে আগামী রোববার (১৭ ডিসেম্বর) পর্যন্ত ভারতের হায়দ্রাবাদে অনুষ্ঠিত হবে ডায়াবেটিক নিয়ে একটি আন্তর্জাতিক সেমিনার। এই আন্তর্জাতিক সেমিনারে অংশ নিতে বুধবার (১৩ ডিসেম্বর) বিমানযোগে ভারতের হায়দ্রাবাদে গেছেন রাজশাহীর ডায়াবেটিস কল্যাণ কেন্দ্রের ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. এফ.এম.এ জাহিদ। আগামী সোমবার (১৮ ডিসেম্বর) তিনি দেশে ফিরবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন। এ সময়ে নগরীর আলুপট্টিস্থ ডায়াবেটিক কল্যাণ কেন্দ্রের রোগি দেখা বন্ধ থাকবে। এজন্য রোগীদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন তিনি।
এর আগে ডায়াবেটিস কল্যাণ কেন্দ্রের ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. এফ.এম.এ জাহিদ গত ২৭ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত দুবাইয়ে ‘ডায়াবেটিক অবস্থা এবং এন্ডোক্রিনোলজি ফাংশনের উপর আধুনিক চিকিৎসা গবেষণা এবং প্রয়োগ’ বিষয়ক আন্তর্জাতিক সেমিনার অংশগ্রহণ করেন। এবারও দুবাইয়ের মতো ভারতের হায়দ্রাবাদে অনুষ্ঠিত সেমিনারে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা ডায়াবেটিস কল্যাণ কেন্দ্রের সেবার মান্নোয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাব্যক্ত করেন ডা. এফ.এম.এ জাহিদ।