শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
‘মুক্ত চলচ্চিত্র মুক্ত প্রকাশ’ শ্লোগানে শনিবার থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব। বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের উদ্দ্যেগে রাজশাহীসহ দেশের তিনটি শহরে এ চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে। তবে ঢাকা ও রাজশাহীতে আজ থেকে শুরু হচ্ছে খুলনায় পরে অনুষ্ঠিত হবে। উৎসবে বাংলাদেশসহ বিশ্বের ১০৮ টি দেশের ৫০০টির অধিক চলচ্চিত্র প্রদর্শিত হবে।
রাজশাহী ফিল্ম সোসাইটির আয়োজনে রাজশাহীর দুটি স্থানে (বড়কুঠি মুক্তমঞ্চ ও লালন মঞ্চ) এ উৎসব শনিবার (৩ ডিসেম্বর) থেকে মঙ্গলবার (৬ ডিসেম্বর) পর্যন্ত চারদিন ব্যাপী অনুষ্ঠিত হবে। শনিবার বিকাল সাড়ে পাঁচটায় রাজশাহীর পাঠানপাড়া লালন মুক্ত মঞ্চে এ উৎসবের উদ্বোধন করবেন উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন, সাংসদ ফজলে হোসেন বাদশা। রাজশাহী ফিল্ম সোসাইটির সভাপতি মুক্ত চলচ্চিত্র নির্মাতা আহসান কবীর লিটনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে থাকবেন, ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সভাপতি ডা. এফএমএ জাহিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি ড. সাজ্জাদ বকুল। স্বাগত বক্তব্য প্রদান করবেন, রাজশাহী ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক জাবীদ অপু। ধন্যবাদসূচক বক্তব্য প্রদান করবেন, উৎসব পরিচালক মুক্ত চলচ্চিত্র নির্মাতা শাহারিয়ার চয়ন। রাজশাহীর দুটি ভেন্যুতে মোট ৪০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। প্রতিদিন বিকাল সাড়ে পাঁচ টা হতে সন্ধ্যা সাতটা পর্যন্ত দুটি ভেন্যুতেই একযোগে চলচ্চিত্র প্রদর্শিত হবে।
এদিকে, বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের এ উৎসবটি আটদিন ব্যাপী ঢাকার ৬টা ভেন্যুতে অনুষ্ঠিত হবে। সুফিয়া কামাল কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন এবারের উৎসবের মূল ভেন্যু। এছাড়াও জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন ও সুফিয়া কামাল মিলনায়তন এবং শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত, আবৃত্তি ও নৃত্যকলা মিলনায়তনে চলচ্চিত্র দেখানো হবে। শনিবার বিকাল ৪টায় শওকত ওসমান মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উৎসব উদ্বোধন করবেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি হিসেবে থাকবেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বিশিষ্ট চীনা চলচ্চিত্রকার ড. শি ফি। উদ্বোধনী অনুষ্ঠানে হীরালাল সেন স্মারক সম্মাননা প্রদান করা হবে বিশিষ্ট চিত্রগ্রাহক আফজাল এইচ চৌধুরীকে। ঢাকার ভেন্যু গুলোতে প্রতিদিন সকাল ১১টা, দুপুর ৩টা, বিকাল ৫টা ও সন্ধ্যা ৭টায় মোট ৪টি প্রদর্শনী হবে।