আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব চলছে

আপডেট: ডিসেম্বর ৫, ২০১৬, ১২:০৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক


নগরীতে চলছে ‘মুক্ত চলচ্চিত্র মুক্ত প্রকাশ’ শ্লোগানে রাজশাহী ফিল্ম সোসাইটির আয়োজিত আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব। গত শনিবার থেকে শুরু হওয়া চারদিন ব্যাপী এ উৎসবের দ্বিতীয় দিন ছিল গতকাল রোববার।
উৎসবের দ্বিতীয় দিনে গতকাল রোববার নগরীর পাঠানপাড়াস্থ লালন মঞ্চে প্রদর্শিত হয় আটটি আর বড়কুঠি মুক্তমঞ্চে প্রদর্শিত হয় ৬টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। লালন মঞ্চে প্রদর্শিত চলচ্চিত্রগুলো হলো, ভুতের শহরে, অনুংং, ঐবাবহ ওং ইষধপশ, ঊষধহ, ইধনু ঝরংঃবৎ, ঞযব খড়ঃঃবৎু, ঝড়ষধ, ঙষফ ওৎড়হ ডড়সধহ.  বড়কুঠি মুক্তমঞ্চে প্রদর্শিত চলচ্চিত্রগুলো হলো, মুখোশ, খড়াব অঃ ঋরৎংঃ খরমযঃ, করঃব, খঁপু, গৎ. উবহঃড়হহ, গরসর.
উৎসবের তৃতীয় দিনে আজ সোমবার নগরীর পাঠানপাড়াস্থ লালন মঞ্চে প্রদর্শিত হবে ৭টি আর বড়কুঠি মুক্তমঞ্চে প্রদর্শিত হবে ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। আজ লালন মঞ্চে প্রদর্শিত হবে, গধৎং ঈষড়ংবৎ, ঘবমৎধ ঙৎ ইষধপশ, ইৎড়শবহ ঞধষব, ওহ ইবঃবিবহ , ঋড়ৎ ণড়ঁ, ওহ ঞযব উধৎশ, যদি সে জানতো।  বড়কুঠি মুক্তমঞ্চে প্রদর্শিত হবে, আলোর দেখা, কপি, আয়না, ঙৎবমহধহঃ, ডবশব টঢ়, ঋরমঁৎব, ইরৎঃযফধু, ঝষধঃব, ঙষফ, খধপব.

এ বিভাগের অন্যান্য সংবাদ