সোমবার, ২ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
টেক জায়ান্ট প্রতিষ্ঠান গুগল ‘ট্রাস্টেড কন্টাকস’ নামে ব্যক্তিগত নিরাপত্তা সুবিধার নতুন একটি অ্যাপ উন্মোচন করেছে। এটি ব্যবহারকারীদের জরুরি মুহূর্তে কাছের মানুষদের সঙ্গে সংযুক্ত রাখবে।
ট্রাস্টেড কনট্যাক্টস অ্যাপটি ব্যবহার করে আপনি আপনার অবস্থান প্রিয়জনের সঙ্গে শেয়ার করতে পারবেন। যেকোনো জরুরি মুহূর্তে তারা আপনার অবস্থান জানতে অনুরোধ পাঠাবে পারবে এবং সাড়া দিয়ে আপনি জানাতে পারবেন যে, ঠিক রয়েছেন কিংবা চাইলে অবস্থান অনুরোধ উপেক্ষা করতে পারেন।
যদি অবস্থান জানানোর অনুরোধ পেয়ে তা শেয়ার করে প্রিয়জনকে আশ্বস্ত না করেন কিংবা অবস্থান অনুরোধ উপেক্ষা না করেন তাহলে অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে উদ্বিগ্ন পরিচিতজনকে আপনার অবস্থান পাঠাবে। কিংবা যদি আপনার ফোন অফলাইনে থাকে তাহলে আপনার শেষ অবস্থানটা জানাবে।
এছাড়াও অ্যাপটি ‘অ্যাকটিভিটি স্ট্যাটাস’ প্রদর্শন করে যার মাধ্যমে জানা যাবে আপনার ফোনটি শেষ কোনো মুহূর্তে মুভিং ছিল।
বিনা মূল্যের ‘ট্রাস্টেড কন্টাকস’ অ্যান্ড্রয়েড অ্যাপটি মড়ড়.মষ/তঢঐঠযহ থেকে ডাউনলোড করা যাবে। খুব শিগগির আইফোনের জন্যও এই অ্যাপটি উন্মোচন করা হবে বলে জানিয়েছে গুগল। রাইজিংবিডি