বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
বিজ্ঞানীরা একটি এআই টুল তৈরি করেছেন যা কারও অবস্থান চিহ্নিত করতে সক্ষম। এই প্রযুক্তি মানুষের যাত্রার মাইক্রোঅর্গানিজমের একটি নমুনা ব্যবহার করে তার অবস্থান শনাক্ত করতে পারে। এই সাফল্যটি “জিনোম বায়োলজি অ্যান্ড ইভোলিউশন” নামক জার্নালে প্রকাশিত হয়েছে, যা বিজ্ঞানীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার।
এটির মাধ্যমে বিজ্ঞানীরা শনাক্ত করতে পারছেন, কেউ কি সম্প্রতি সৈকতে গিয়েছিলেন, কাছের ট্রেন স্টেশন থেকে নেমেছিলেন, অথবা পার্কে হাঁটতে গিয়েছিলেন। গবেষকরা খুঁজে পেয়েছেন যে মাইক্রোঅর্গানিজমগুলি একটি অণু চিহ্নের মতো কাজ করে এবং মানুষের মতো, মাইক্রোবায়াল সম্প্রদায়ও ভৌগোলিক চিহ্ন ধারণ করে। এই বিষয়টি এআই টুলটির উন্নয়নকে উৎসাহিত করেছে।
প্রথাগত নেভিগেশন সিস্টেমের তুলনায় যা জিপিএস ব্যবহার করে, সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা একটি নতুন মাইক্রোবায়োম জিওগ্রাফিক পপুলেশন স্ট্রাকচার তৈরি করেছেন, যা এআই প্রযুক্তি ব্যবহার করে কোনও পরিবেশে গিয়েছেন এমন স্থান চিহ্নিত করতে পারে। মাইক্রোবায়োম শব্দটি একটি নির্দিষ্ট পরিবেশে উপস্থিত সমস্ত মাইক্রোঅর্গানিজম বোঝাতে ব্যবহৃত হয়। এখানে মানবদেহকে নিজের নজরে রেখেছে এআই।
এবিষয়ে একটি পরীক্ষা করা হয়েছে। সেখানে ৫৩ টি শহরকে চিহ্নিত করে নানা ধরণের নমুনা সংগ্রহ করা হয়েছে। সেখান থেকেই দেখা গিয়েছে মাবদেহকে সহজেই ট্র্যাক করে নিচ্ছে এআই। ফলে তাকে কাজে লাগিয়ে কোনও ব্যক্তি সারাদিন কী কাজ করছে তাকে বোঝা খুব একটা অসুবিধা হচ্ছে না এআইয়ের কাছে। এতদিন ধরে জিপিএস যে কাজ করে বেড়াত সেই কাজই যত্নের সঙ্গে করে চলেছে এআই। বিশ্বের বিভিন্ন দেশ যেমন নিউইয়র্ক, হংকং এবং লন্ডনে ইতিমধ্যেই এই বিষয়টিকে কাজে লাগানোর কথা ভাবা হচ্ছে। পরবর্তীকালে এই পরিস্থিতি বিশ্বের অন্য দেশেও ছড়িয়ে পড়বে বলেই মনে করা হচ্ছে।
তথ্যসূত্র: আজকাল অনলাইন