রবিবার, ২২ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক:
তালেবান শাসিত আফগানিস্তানের কান্দাহার শহরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রের খবর তেমনটাই। যদিও তালেবান সরকার নিহতের সংখ্যা তিনজন বলে জানিয়েছে। এ ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সময় সকাল ৮টার দিকে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি ব্যাংকে আত্মঘাতী হামলা চালানো হয়। ওই সময় দেশটির সরকারি চাকরিজীবীরা লাইনে দাঁড়িয়ে বেতন সংগ্রহ করছিলেন।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, এটি আফগানিস্তানের এবছরের সবচেয়ে বড় হামলা। তবে এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী এর দায় স্বীকার করেনি। নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, নিহত ও আহতদের ৫০ জনকে মিরওয়াইস হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তথ্যসূত্র: আজকাল অনলাইন