শনিবার, ১০ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
আন্তর্জাতিক ক্রিকেটে দারুণ সময় পার করেছেন পাকিস্তানের তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদি। ২০০৯ সালে টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন হওয়াই তার ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য। কিন্তু আক্ষেপও আছে। সেটাই জানালেন তিনি। ওয়ানডের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড হারানো নয় কিংবা বর্তমানে বোর্ডের কাছে উপেক্ষিত থাকা নয়; আফ্রিদির ক্যারিয়ারের সবচেয়ে বড় আক্ষেপ হলো ২০১১ বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে পরাজয়।
এক সাক্ষাৎকারে আফ্রিদি বলেছেন, ‘বিশ্বকাপ জয়ের খুব কাছে ছিলাম আমরা। আর একজন অধিনায়ক হিসেবে এটা না জিততে পারা খুবই আক্ষেপের। আমি মনে করি দীর্ঘ সময় পর ওটা ছিল কোনও বিশ্বকাপে পাকিস্তানের সেরা পারফরম্যান্স।’
আরেকটি আক্ষেপ আছে পাকিস্তানের সাবেক অধিনায়কের। তবে সেটা কাটানোর সুযোগ আছে জানালেন আফ্রিদি। তার মতে পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে যথাসাধ্য চেষ্টা করা উচিত, ‘আন্তর্জাতিক দলগুলোর উচিত পাকিস্তান সফর করা। এখানকার মানুষ ক্রিকেটকে ভালোবাসে এবং দীর্ঘদিন ধরে এটা থেকে তারা বঞ্চিত।’ সূত্র- এক্সপ্রেস ট্রিবিউন