আবগারি দুর্নীতি মামলায় জামিন পেলেন কেজরিওয়াল, জেল থেকে বেরোলেও মানতে হবে একাধিক শর্ত

আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২৪, ৫:০৩ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। গ্রেপ্তারির প্রায় ৬ মাস পর তিনি জামিন পেলেন। শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রীকে জামিন দিল সুপ্রিম কোর্ট। ইডির মামলায় আগেই তিনি অন্তর্র্বতী জামিন পেয়েছিলেন শীর্ষ আদালত থেকে। এবার সিবিআইয়ের মামলাতেও পেলেন জামিন। ১০ লক্ষ টাকার বন্ডে জামিন তাঁকে জামিন দেওয়া হল।

দিল্লির মুখ্যমন্ত্রীকে শুক্রবার জামিন দিল বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জল ভূঁইয়ার বেঞ্চ। গত ৫ সেপ্টেম্বর এই মামলার রায় সংরক্ষিত রেখেছিল আদালত। তাঁর জামিনের আবেদন খারিজ এবং সিবিআইয়ের দায়ের করা দুর্নীতির মামলায় তাঁর গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে দুটি পৃথক পিটিশন দায়ের করেছিলেন কেজরিওয়াল।

এদিন তাঁর জামিনের আবেদন মঞ্জুর করলেও, অরবিন্দ কেজরিবালের গ্রেপ্তারিকে বৈধ বলেই মানল সুপ্রিম কোর্ট। যেহেতু এই মামলায় বিচার প্রক্রিয়া দীর্ঘ সময় ধরে চলবে, তাই আপ প্রধানের জামিন মঞ্জুর করল শীর্ষ আদালত।

ইডির হেফাজতে থাকাকালীনই দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করেছিল সিবিআই। অবশ্য দিল্লির আবগারি নীতি কেলেঙ্কারির অভিযোগের প্রেক্ষিতে ইডি যে মামলা দায়ের করেছিল, সেই মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছিলেন কেজরিওয়াল। গত ২১ মার্চ লোকসভা ভোটের আগেই দিল্লির মুখ্যমন্ত্রীকে তাঁর বাসভবন থেকে গ্রেপ্তার করেছিল ইডি।

শুক্রবার সিবিআইয়ের মামলাতেও জামিন পাওয়ায় প্রায় ছয় মাস পর জেল থেকে বেরোচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল। অবশ্য ভোটের আগে গ্রেপ্তার করা হলেও নির্বাচনের সময় প্রচার করার জন্য অন্তর্র্বতীকালীন জামিন পেয়েছিলেন কেজরি।

তখন দিল্লি ও হরিয়ানায় লোকসভা ভোটের প্রচারে দেখা গিয়েছিল তাঁকে। তবে, ভোট মেটার পর কেজরিকে ফের ফিরে যেতে হয় জেলে। যদিও জামিন পেলেও বেশ কয়েকটি শর্ত মেনে চলতে হবে কেজরিকে।

জেল থেকে বেরোনোর পর তিনি কোনও ফাইলে সই করতে পারবেন না। দপ্তরেও যেতে পারবেন না। প্রকাশ্যে এই সংক্রান্ত কোনও মন্তব্য করতে পারবেন না তিনি। এদিকে, কেজরির জেলমুক্তিতে আপ জানিয়েছে, ‘হি ইজ ব্যাক।’
তথ্যসূত্র: আজকাল অনলাইন

 

এ বিভাগের অন্যান্য সংবাদ