আবারও ডিএফপির ডিজি হলেন গোলাম কিবরিয়া

আপডেট: মার্চ ১৩, ২০২৩, ১১:০৬ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক:


তথ্য মন্ত্রণালয়ের অধিভুক্ত বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের (ডিএফপি) মহাপরিচালক (ডিজি) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন স ম গোলাম কিবরিয়া। তাকে একবছরের জন্য চুক্তিতে এ নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (১৩ মার্চ) এ আদেশ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এতে বলা হয়, তথ্য ক্যাডারের এ কর্মকর্তার অভোগকৃত অবসরোত্তর ছুটি ও এ সংক্রান্ত সুবিধা স্থগিতের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী একবছরের জন্য ডিএফপির মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।
সরকারি চাকরি আইনের ৪৯ ধারা অনুযায়ী তাকে চুক্তিতে ডিএফপির মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

চুক্তিভিত্তিক নিয়োগের অন্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
চাকরির মেয়াদ শেষ হওয়ায় সম্প্রতি ডিএফপির মহাপরিচালকের পদ থেকে অবসরোত্তর ছুটিতে যান গোলাম কিবরিয়া।- বাংলা ট্রিবিউন