আবারও নার্সিং কলেজের শিক্ষার্থীদের অধ্যক্ষের রুমে তালা লাগিয়ে অপসরণ দাবি

আপডেট: জানুয়ারি ২০, ২০২৫, ৯:১৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক


পরিক্ষায় ফেল করা রাজশাহী নার্সিং কলেজের ১৪ জন শিক্ষার্থীর নেতৃত্বে অধ্যক্ষের রুমে তালা ঝুঁলিয়ে দিয়ে অপসরণ দাবি করেছে শিক্ষার্থীদের একাংশ। এ নিয়ে ক্যাম্পাসজুড়ে উত্তেজনা বিরাজ করছে।সোববার (২০ জানুয়ারি) বেলা ১১টার দিকে রাজশাহী নার্সিং কলেজে ফেল করা শিক্ষার্থীরা অধ্যক্ষের রুমে তালা ঝুঁলিয়ে দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

জানা গেছে, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) অধিভুক্ত নার্সিং কলেজের ৩য় বর্ষের বিএসসি ইন নার্সিং চূড়ান্ত পরীক্ষা গত বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হয়েছিলো। গত ১৫ জানুয়ারি এ পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। কিন্তু এ পরীক্ষায় রাজশাহী নার্সিং কলেজ থেকে ১৪ জন শিক্ষার্থী কমিউনিটি হেলথ্ বিষয়ে ফেল করেছে।

ফেল করার বিষয়টি ওই ১৪জন শিক্ষার্থী জানতে পেরে ১৬ জানুয়ারি কলেজের অধ্যক্ষের রুমে তালা ঝুঁলিয়ে দেয়। এরই ধারাবাহিকতায় ক্লাস বর্জন করে অধ্যক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে অপসরণ দাবি করে বিক্ষোভ প্রদর্শণ করছেন তারা। যদিও স্বপক্ষে কোন প্রমাণ উপস্থাপন করতে পারে নি তারা।

উল্লেখ্য, রামেবির অধিভুক্ত নার্সিং কলেজের ৩ য় বর্ষে বিএসসি ইন নার্সিং চূড়ান্ত পরীক্ষার ফলাফল গত ১৫ জানুয়ারি প্রকাশিত হয়। এতে ১২৫১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৯০৮ জন শিক্ষার্থী পাস করেছে। যার পাসের হার ৭২.৫৮%। এ পরীক্ষায় লালমনিরহাট সরকারী কলেজ থেকে ৭ জন, রংপুর কলেজের ৩, প্রাইম নার্সিং কলেজের ২৬, রংপুর কমিউনিটি নার্সিং কলেজের ১৭, আনোয়ারা নার্সিং কলেজের ২৮, এশিয়ান নার্সিং কলেজের ২২, হাসনাহেনা নার্সিং কলেজের ২১ জনসহ ৩৪৩ জন শিক্ষার্থী ফেল করেছে। এরমধ্যে রাজশাহী নার্সিং কলেজের ১৪ জন শিক্ষার্থী কমিউনিটি হেলথ্ বিষয়ে ফেল করেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version