আবারো খাদ্যমন্ত্রীর জয়

আপডেট: জানুয়ারি ৮, ২০২৪, ১:৩৮ অপরাহ্ণ


পোরশা (নওগাঁ) প্রতিনিধি :


নওগাঁ-১ (পোরশা, সাপাহার, নিয়ামতপুর) আসনে আবারো জয়ী হয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। তিনি আ’লীগ মনোনিত নৌকা প্রতীকে তিনটি উপজেলায় মোট ১ লাখ ৮৬ হাজার ৯০০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী খালেকুজ্জামান তোতা ট্রাক প্রতীকে ভোট পেয়েছেন ৭৬ হাজার ৭২৯ ভোট।

এ আসনে মোট চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। অপর দুই প্রার্থী জাতীয় পার্টির আকবর আলী কালু লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৫ হাজার ২৫ ভোট ও স্বতন্ত্র প্রার্থী মাজেদ আলী ঈগল প্রতীকে পেয়েছেন ২ হাজার ১১৬ ভোট। ১৬৫টি ভোট কেন্দ্রের সবকটি কেন্দ্রের ফলাফল এটি। এ আসনে সর্বমোট ভোটারের সংখ্যা ৪ লাখ ৫০ হাজার ৯৬১।