আবারো বাড়তে পারে জ্বালানি তেলের দাম

আপডেট: ফেব্রুয়ারি ১৬, ২০২৪, ৫:৪৮ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :উদ্বেগ দেখা দিয়েছে বিশ্ববাজারে আবারো জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেতে পারে, যদিও দাম স্থিতিশীল আছে। মধ্যপ্রাচ্যের সংঘাত এবং লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের ক্রমাগত হামলার ঘটনায় তেলের সরবরাহ ব্যবস্থায় হুমকি তৈরি করেছে।
এ ছাড়া শূন্য হওয়া তেলের রিজার্ভ আবারো পূর্ণ করতে শুরু করেছে যুক্তরাষ্ট্র, চিন ও ইউরোপ। ফলে বিশ্বে আবারো জ্বালানি তেলের চাহিদা বৃদ্ধি পাবে, এতে ঊর্ধ্বমুখি হতে পারে বাজার।

সম্প্রতি রয়টার্সের এক প্রতিবেদনে এমনই তথ্য উঠে এসেছে।
ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২২-এর ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে হামলা করলে যুক্তরাষ্ট্র ও ইউরোপ দেশটির জ্বালানি তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এর ফলে বিশ্ববাজারে রাশিয়ার তেল সরবরাহ কমে যায়। অন্যদিকে সৌদি আরবের নেতৃত্বের তেল রপ্তানিকারক দেশসমূহের সংগঠন ওপেকও উৎপাদন হ্রাস করার ঘোষণা দেয়।
তথ্যসূত্র: বাংলানিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ