শনিবার, ১২ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
৫০০ বছর আগে একের পর এক ভবিষ্যদ্বাণী করেছিলেন ফরাসি জ্যোতিষবিদ নস্ট্রাদামুস। পাঁচ শতক আগে তাঁর করা একের পর এক ভবিষ্যদ্বাণী মিলে যাচ্ছে ২০২৪ সালেও। শোনা যায়, ভারত নিয়েও ছিল তাঁর ভবিষ্যদ্বাণী। ২০২৪-এর লোকসভা নির্বাচনের ফল প্রকাশের আগে নতুন করে চর্চায় সেই নস্ট্রাদামুস।
২০১৬ সালে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর একটি বার্তা প্রকাশ্যে এসেছিল। যেখানে তুলে ধরা হয়েছিল কালদ্রষ্টা নস্ট্রাদামুসের বার্তা। ফেসবুক পোস্টে রিজিজু লিখেছিলেন, ‘২০১৪ থেকে ২০২৬ এই সময়কালে এক ব্যক্তি ভারতকে নেতৃত্ব দেবেন। শুরুতে মানুষ তাঁকে ঘৃণা করলেও পরে মানুষের নয়নের মণি হয়ে উঠবেন তিনি। তিনি দেশকে নয়া দিশা দেখাবেন, দেশকে এগিয়ে নিয়ে যাবেন অনন্য উচ্চতায়।’
কেন্দ্রীয় মন্ত্রী আরো লিখেছিলেন, ‘১৫৫৫ সালেই ভবিষ্যদ্বাণী করা হয়েছিল। মধ্যবয়স্ক এক ব্যক্তি এক স্বর্ণযুগের সুচনা করবেন, শুধু ভারত নয় গোটা বিশ্বে। তাঁর নেতৃত্বে বিশ্বগুরু হয়ে উঠবে ভারত। বিশ্বের একাধিক দেশ ভারতের ছত্রছায়ায় চলে আসবে।’ জানা যায়, ১৯৫৫ সালে কালদ্রষ্টা নস্ট্রাদামুস বার্তা দিয়েছিলেন, ‘২০১৪ থেকে এশিয়া মহাদেশে হিন্দুধর্মের ব্যাপক উত্থান ঘটবে।
তাঁরা মাটি থেকে আকাস সর্বত্র রাজ করবে। এশিয়া মহাদেশের থামানোর ক্ষমতা থাকবে না কারও। শুধু তাই নয় সেই ভবিষ্যদ্বাণীতে আরও জানানো হয়, এই নেতৃত্ব জন্ম নেবেন ভারতের গুজরাটে। তাঁর বাবা হবেন একজন চা বিক্রেতা। যার নাম হবে নরেন্দ্র দিয়ে।’
লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের প্রাক্কালে নস্ট্রাদামুসের সেই বার্তার পাশাপাশি সোশাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে কিরেন রিজিজুর পুরানো সেই পোস্ট। লোকসভা নির্বাচনের বুথফেরত সমীক্ষাও সেদিকে ইঙ্গিত দিয়েছে। মঙ্গলবার (৪ জুন) লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ। সেই ফল কোন দিকে যায় সেটাই এখন দেখার।
যদিও ৫০০ বছর আগে নস্ট্রাদামুসের ভবিষ্যদ্বাণী বর্তমান সময়েও যথেষ্ট প্রাসঙ্গিক। ২০২৪ সাল নিয়ে পাঁচ শতক আগে করা একের পর এক বার্তা সকলকে অবাক করে বর্তমান সময়েও রীতিমতো মিলে যায়। যেমন, ব্রিটেনের রাজার গদি টলমল অবস্থার কথাই তিনি বলেছিলেন বলে মত গবেষকদের।
এর পাশাপাশি রাজপরিবারের সদস্যদের স্বাস্থ্য অবনতির কথাও বলেছিলেন তিনি। ব্রিটেনের রাজা নিজের ক্যানসার আক্রান্ত হওয়ার কথা ঘোষণা করেছেন। পরিবেশে বিভিন্ন সমস্যা নিয়ে ভবিষ্যদ্বাণী ছিল নস্ট্রাদামুসের। কোথাও বন্যা, কোথাও খরা, আবার কোথাও দাবানল। এর পরই নস্ট্রাদুমাসের ভবিষ্যদ্বাণী নিয়ে ফের চর্চা শুরু হয়েছে।।
তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন