আবোতাবাদে গড়ে উঠেছে জঙ্গি তৈরির কারখানা, ইন্টেলিজেন্স রিপোর্টের দাবি ঘিরে চাঞ্চল্য

আপডেট: অক্টোবর ২৫, ২০২৪, ৯:১৭ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক


আবোতাবাদ ফের জঙ্গিদের ঘাঁটি হয়ে উঠেছে। এখানেই একসময় থাকতেন ওসামা বিন লাদেন। সেই আবোতাবাদ ফের হয়ে উঠেছে জঙ্গিদের অবাধ বিচরণভূমি। বলা ভাল জঙ্গি তৈরির কারখানা হয়ে উঠেছে ওই অঞ্চল। ইন্টেলিজেন্স রিপোর্টের দাবি, লস্কর–ই–তৈবা, হিজবুল মুজাহিদিন ও জৈশ–ই–মহম্মদ তিন জঙ্গিগোষ্ঠী ঘাঁটি গেড়েছে সেখানে। ভারত সরকার অনেক আগেই এই তিন জঙ্গিগোষ্ঠীকে নিষিদ্ধ ঘোষণা করেছে।

ইন্টেলিজেন্স রিপোর্ট বলছে, এই ঘাঁটিগুলিতে যৌথভাবে ট্রেনিং চলছে ছেলে ও মেয়েদের। আর তা পুরোপুরি নিরাপদ। কারণ নাকি, এই ঘাঁটিগুলির খুব কাছেই রয়েছে পাক আর্মি ক্যাম্প। আর এই খবর যদি ধরে নিতে হয় ঠিক, তাহলে পাক সরকারের মদতেই চলছে এই বিশাল কর্মকাণ্ড। আর গোটা বিষয়টার পিছনে রয়েছে আইএসআই। যার ফলে বহিরাগতরা সহজেই আবোতাবাদে জঙ্গিদের তালিম দিয়ে যাচ্ছে। কারণ সেনার মদত না থাকলে এভাবে আবোতাবাদে ঢোকা সম্ভব নয়।

প্রসঙ্গত এই আবোতাবাদেই একসময় গোপন ডেরায় থাকতেন লাদেন। ২০১১ সালের মে মাসে আমেরিকা খতম করে লাদেনকে। তারপর ২০১২ সালে পাকিস্তান সেই ডেরা গুড়িয়ে দেয়।

ইন্টেলিজেন্স রিপোর্ট বলছে, নতুন ডেরা গুড়িয়ে দেওয়া লাদেনের ডেরার উপরেই গড়ে উঠেছে কিনা তা নিশ্চিত নয়। তবে হাফিস সইদ, সৈয়দ সাহাবুদ্দিন কিংবা মাসুদ আজহাররা জঙ্গিদের অস্ত্র পরিচালনার তালিম দিচ্ছেন নির্বিঘ্নে। রিপোর্ট বলছে, এই ডেরায় তিন জঙ্গি সংস্থা জঙ্গিদের তালিম দিয়ে চলেছে।
তথ্যসূত্র: আজকাল অনলাইন

 

এ বিভাগের অন্যান্য সংবাদ