আমার নিজের নদী

আপডেট: মার্চ ৩১, ২০২৩, ১২:১০ পূর্বাহ্ণ

চন্দনকৃষ্ণ পাল:


তাঁর চোখে ক্রন্দনও নেই-
ক্ষত সব জেগে আছে রাতচরা বিহঙ্গ যেন
বাঁধ ভেঙে ভাসানোর সাহসীরা কই?

পাখিদের ডাকে এক বিমর্ষ নীরব বিকেল
অন্ধকারে এক হা কার মুখ দেখি শুধু
শুষ্ক দুচোখে রাখে লোভের চাহনী।

পিছনের দিন সব সবুজে মাখামাখি দেখি
দিবা স্বপ্ন বললেও দ্বিধাহীন চিত্তেই
নিজেকে জানান দেই এটাই সত্য প্রিয়জন
তাঁর শরীরে নেই যৌবনের জলস্রোত আজ
ঐ দেখো বুকের ক্ষতস্থানে সবুজের ঢাল।

মনু বা ধলাই বলো
কিংবা ধরো জুড়ী ও ফানাই
কণ্ঠিনালা, গোপলাও একই সুরে কাঁদে
জলমগ্ন দিন তাঁরঅতীতের স্বপ্নের রঙ
আজ সব ধূসরের টানে
বক্ষ বন্দি হয়ে গোনে মুক্তির দিন-

আশ্বাস মেলে না!