মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৪ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ ।
রেজাউল করিম রোমেল:
এই যে আমার বাংলাদেশ
সোনার বাংলাদেশ,
শস্য শ্যামল ফসল ভরা
রূপের নেইকো শেষ।
এই দেশেতে জন্মে মাগো
ধন্য আমি ধন্য,
লক্ষ বীর যে শহিদ হলো
এই দেশেরই জন্য।
এই দেশেতে পদ্মা মেঘনা
আজো যে মা বহমান,
জীবন দিয়েও রাখাবো মাগো
এই দেশেরই মান।