আমির যখন নভোচারী!

আপডেট: ফেব্রুয়ারি ১৫, ২০১৭, ১২:২১ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক



ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মার জীবনীনির্ভর সিনেমাতে প্রধান চরিত্রে দেখা যাবে আমির খানকে।
এ যাবৎ অনেক রকম চরিত্রেই অভিনয় করেছেন আমির খান। কিন্তু এবারে তাকে দেখা যাবে একবারেই ভিন্ন একটি চরিত্রে। ১৯৮৪ সালে ভারতের হয়ে প্রথম মহাকাশ ভ্রমণ করা সাবেক এয়ার ফোর্স পাইলট রাকেশ শর্মার জীবনী নিয়ে নির্মিতব্যসিনেমাতে প্রথমবারের মতো একজন নভোচারীর বেশে দেখা যাবে আমিরকে। মুম্বাই মিরর জানায়, সাবেক এয়ার ফোর্স পাইলট রাকেশ শর্মার প্রথম মহাকাশ ভ্রমণ ও তার জীবনের নানা দিক নিয়ে তৈরি হবে এ ছবির গল্প। এতে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে রাকেশ শর্মার আলোচিত কথোপকথনের বিষয়টিওতুলে ধরা হবে।
সিদ্ধার্থ রায় কাপুর ও আমির খানের প্রযোজনায় নির্মিতব্য এ ছবির নাম এখনো চূড়ান্ত করা হয়নি। তবে সিনেমাটির নাম ‘স্যালুট’ রাখা হতে পারে বলে জানিয়েছে বিশ্বস্ত একটি সূত্র। মহেশ মাথাই পরিচালিত এ ছবিটি মুক্তি পাবে ২০১৮ তে।-বিডিনিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ