মঙ্গলবার, ২৪ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ১০ জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ ।
অচিন্ত্যকুমার সরকার
যে তারিখ প্রতি বছরই আসবে
যে মানুষ আসবে না কোনোদিন
যে তারিখ পালিত হতো বিশেষ ভবনে
প্রেমের ভুবনে কাব্যে মধুবাক্যে
সে তারিখ আসবে বার বার
অন্য ভবনে আয়োজক ভিন্ন
আবেগও ভিন্নরূপে অপরূপে
স্মৃতিতে ঝরবে অশ্রু
চোখের কোণে শিশির বিন্দু হয়ে
আমি আজও আছি হারিয়ে যাইনি
ভাবছি তো নানানভাবে গানে-অগানে
মঞ্চায়ন যা কিছু হয় সরে যায় পর্বশেষে
সাক্ষী হয় মঞ্চ আলোক-সজ্জায়
আকাশ-বাতাস হারায় না কিছু
সময়ের রূপবদল, তবু অনন্তকাল
প্রকৃতির রূপ মাধুর্যে প্রেম হয়ে যায় অপ্রেম
শুধু একদিকে কিংবা দুই দিকেই না
ভিন্নদিকেও বিচরণ, থমকে গেলো
গতি বিচরণও ভিন্ন-
তবু আলো জ্বলবে মাটির প্রদীপে
ধূপশিখা গন্ধ ছড়াবে, চিরচেনা গন্ধ
শিমুল ফুটবে গাইবে বিরহী কোকিল
যতবার আসবে ছাব্বিশ জানুয়ারি।