আমেরিকার ভোটে অংশ নেয়নি হবু বর, রেগে গিয়ে কোন সিদ্ধান্ত নিলেন মার্কিন নারী

আপডেট: নভেম্বর ৬, ২০২৪, ৯:০৫ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক:


মার্কিন মুলুকে ভোট নিয়ে সবার আগ্রহ তুঙ্গে। ফের একবার জিতে ক্ষমতায় এসেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি হারিয়েছেন কমলা হ্যারিসকে। তবে মার্কিন ভোট নিয়ে অন্য একটি মজার খবর সামনে এসেছে। সেখানকার এক নারী তার হবু বরকে সম্পর্ক শেষ করতে বলেছে। কারণ একটাই তার হবু বর ভোট দিতে চাননি। আর এতেই বেজায় চটেছেন এই মার্কিন নারী।

নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করে সেই কথা তিনি সকলকে জানিয়েছেন। ফ্লোরিডায় বাস করেন ওই নারী। তার দাবি তার হবু বর ভোট দেননি কারণ কোনও প্রার্থীকেই তিনি পছন্দ করেন নি বলে। ভোটদান একটি সামাজিক অধিকারের মধ্যে পড়ে। তাই তিনি নিজের হবু বরকে ত্যাগ করছেন। যে ব্যক্তি নিজের সামাজিক অধিকার প্রয়োগ করতে চায় না তার সঙ্গে থাকা সম্ভব নয়।

নিজের সামাজিক মাধ্যমে নারী আরও জানিয়েছেন, আমাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি অত্যন্ত সীমিত। কিন্তু তার মধ্যে ভোটদান একটি প্রধান অধিকারের মধ্যে পড়ে। আমার হবু বর কেন এই অধিকার প্রয়োগ করলেন না তা নিয়ে যে যুক্তি দেখিয়েছেন তা অবাস্তব। দেশের প্রতি আমাদের সকলের একটি দায়িত্ব রয়েছে। সেদিক থেকে দেখতে হলে এমন ব্যক্তির সঙ্গে আর বিয়ে করা সম্ভব নয়।

নারীর এই সিদ্ধান্তকে সমর্থন করেছে অন্য মার্কিন নাগরিকরা। তারা পাল্টা বার্তা দিয়ে জানিয়েছে, দেশের জন্য যে সিদ্ধান্ত তিনি নিয়েছেন তা প্রশংসার যোগ্য। নারীর এই সিদ্ধান্তকে সমর্থন করাই উচিত।
তথ্যসূত্র: আজকাল অনলাইন

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version