আমেরিকায় আবারো বন্দুকবাজের তাণ্ডব, পুলিশ পৌঁছতেই ভয়ংকর বিস্ফোরণে উড়লো বাড়ি!

আপডেট: ডিসেম্বর ৫, ২০২৩, ১:২৫ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


আমেরিকায় আবারো বন্দুকবাজের তাণ্ডব। অভিযুক্তকে গ্রেপ্তার করতে গেলে ভয়ঙ্কর বিস্ফোরণে উড়ে গেল বাড়ি! অভিযোগ ওই বাড়ি থেকেই রাস্তা লক্ষ্য করে গুলি চালাচ্ছিল ওই ব্যক্তি। যদিও এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে।

সংবাদ মাধ্যমের খবর, সোমবার (৪ ডিসেম্বর) রাতে ভার্জিনিয়ার আর্লিংটনের একটি বাড়িতে ওই ঘটনা ঘটে। জানা গেছে, এদিন এলাকার বাসিন্দাদের সতর্ক করে স্থানীয় পুলিশ সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে। যেখানে বলা হয়, এক ব্যক্তি আর্লিংটনের এন এডিশন স্ট্রিটের একটি বাড়ি থেকে গুলি চালাচ্ছে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে খোঁজখবর শুরু করেছে। সকলে এলাকাটি এড়িয়ে চলুন। এর কিছু সময় পড়েই ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে ওঠে বাড়িটি। যার ভিডিও ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়। তবে এখনও পর্যন্ত অভিযুক্ত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

ওই বিস্ফোরণের পর পুনরায় একটি পোস্ট করা হয় প্রশাসনের তরফে। গোটা ঘটনার বিবরণ দিয়ে জানানো হয়, গুলি চালানোর ঘটনায় এক ব্যক্তির বিরুদ্ধে পুলিশের কাছে সার্চ ওয়ারেন্ট ছিল। যার ভিত্তিতে ওই বাড়িতে প্রবেশ করেছিল পুলিশ। তখন পুলিশকে লক্ষ্য করেও বাড়ির ভিতরে গুলি চালায় ওই অভিযুক্ত। বিস্ফোরণের কারণ অনুসন্ধান করা হচ্ছে।

তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই। কয়েকজন সামান্য চোট পেয়েছেন। কাউকেই হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন হয়নি। গোটা ঘটনার তদন্ত চলছে। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। বিস্ফোরণের তীব্রতায় ওই বাড়িটির পাশের একটি বড় গাছও ভেঙে পড়ে।
তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন অনলাৈইন

এ বিভাগের অন্যান্য সংবাদ