আম্মার এত সম্পত্তির কী হবে?

আপডেট: ডিসেম্বর ৮, ২০১৬, ১২:০৯ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক


‘আম্মা’ চলে গিয়েছেন নয় নয় করে হয় গেল ৩৬ ঘণ্টা। মেরিনা বিচের ঢেউ এখন শান্ত। সদ্য মাতৃবিয়োগ হওয়া তামিলনাড়ু এখন স্মৃতি বিজরিত। চন্দন কাঠের কফিনে আম্মার শরীর সমাদৃত হয়েছে গতকাল। সময় যত এগিয়ে যাবে দেহ একটু একটু করে ‘হারিয়ে’ যেতে থাকবে পকৃতির নিয়মে। জীবের যেমন হয় তেমনটাই হবে, তবে ঠায় দাঁড়িয়ে থাকতে হবে ‘পোয়েস গার্ডেনকে’, (আম্মার বাসভবন), জড়ের মতই পড়ে থাকবে ‘আম্মা’র ২২ কেজি সোনার গহনা আর ১২৫০ কেজির রূপোর সামগ্রী। কী হবে আম্মার বিলাসবহুল পোয়েস গার্ডেনের? কী হবে আম্মার স্থাবর অস্থাবর সব সম্পত্তির?
এখনও সরকারি ঘোষণা না থাকলেও আম্মার বাসভবন ‘পোয়েস গার্ডেন’কে হেরিটেজ করার পথেই হয়ত হাটবে তামিলনাড়ুর সরকার। হেরিটেজ হওয়ার তালিকায় থাকতে পারে আম্মার ৮০ লাখ টাকার গাড়ি। আর বাকি, ১১৩ কোটি ৭৩ লাখ টাকার সম্পত্তি কীভাবে কী করা হবে তা নিয়ে এখনই কোনও কিছু জানা যায়নি।- ২৪ঘণ্টাডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ