আরইউইসি’র নতুন সভাপতি জাহাঙ্গীর আলম ও সম্পাদক রাকিবুল ইসলাম

আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২৪, ৯:৪১ অপরাহ্ণ

রাবি প্রতিবেদক


রাজশাহী ইউনিভার্সিটি এডুকেশন ক্লাবের (আরইউইসি) তৃতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইতিহাস বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী জাহাঙ্গীর আলম সভাপতি ও ফাইন্যান্স বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রাকিবুল ইসলাম সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর ) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের ২২৬ নং কক্ষে ক্লাবটির বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মনিসা আক্তার মিম, সুমাইয়া আক্তার, নেওয়াজ শরীফ ও মারজিয়া সুলতানা পিউলি; যুগ্ম-সাধারণ সম্পাদক নাদিয়া সুলতানা কাশমী, সারোয়ার সজীব, সারোয়ার জাহান নাহিদ ও প্রজ্ঞা লাবণ্য খান; সাংগঠনিক সম্পাদক আফসানা হাসান, সহ সাংগঠনিক সম্পাদক ফারদিনা সরকার, কোষাধ্যক্ষ সেঁজুতি মালিক, সহ-কোষাধ্যক্ষ তাসনিম জাহান ও জনসংযোগ সম্পাদক আলিম খান ফারহান, সহ-জনসংযোগ সম্পাদক শেখ সাদি, দপ্তর সম্পাদক আনজুম তাসনিম তটিনী, সহ-দপ্তর সম্পাদক আবু বকর, পরিকল্পনা ও কর্মসূচি বিষয়ক সম্পাদক আজমাইন তাশিক, সহ-পরিকল্পনা ও কর্মসূচি বিষয়ক সম্পাদক শাহারিয়া আলিফ।

এছাড়া, প্রকাশনা সম্পাদক সৈয়দ ইকরামুল হাসান, সহ-প্রকাশনা সম্পাদক মমিনুর রহমান সাকিব ও আফিয়া জাহান সিঁথি, গবেষণা সম্পাদক এস. এম. মেহেদী হাসান, সহ-গবেষণা সম্পাদক সুমাইয়া তাবাসসুম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক তহুরা খাতুন, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফজলে রাব্বি, প্রশিক্ষণ সম্পাদক বিজয় কৃষ্ণ দাস, সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সৈকত খান অন্তু, সামাজিক কার্যক্রম বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন, সহ-সামাজিক কার্যক্রম বিষয়ক সম্পাদক জেবা আনিকা এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন নুরে জান্নাত সুমাইয়া।

বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তরের এই অনুষ্ঠানে শিক্ষা ও গবেষণা ইন্সটিউটের অধ্যাপক ড. রুবাইয়াত জাহান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এডুকেশন, ইনোভেশন ও রিসার্চ এই তিন মূলমন্ত্রকে বুকে ধারণ করে ২০১৯ সালে যাত্রা শুরু করে শিক্ষা বিষয়ে দেশের প্রথম স্বতন্ত্র ক্লাব রাজশাহী ইউনিভার্সিটি এডুকেশন ক্লাব।

Exit mobile version