রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত আরইউজে কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনকে গতিশীল করা, সাংবাদিকদের অধিকার আদায় ও মর্যাদা রক্ষায় ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
আরইউজের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক তানজিমুল হক। আর বার্ষিক আয়-ব্যয়ের বিবরণী উপস্থাপন করেন সংগঠনের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান।
বিশেষ সাধারণ সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম মহাসচিব রাশেদ রিপন, বিএফইউজের নির্বাহী সদস্য বদরুল হাসান লিটন, রাজশাহী বিভাগীয় শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান, সিনিয়র সাংবাদিক কাজী গিয়াস, প্রবীণ সাংবাদিক মোস্তাফিজুর রহমান খানসহ সংগঠনের সদস্যবৃন্দরা।
সভায় গঠনতন্ত্রবিরোধী অবস্থানকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। কমিটির চেয়ারম্যান হলেন সিনিয়র সাংবাদিক মুস্তাাফিজুর রহমান খান আলম। এছাড়া সদস্য রয়েছেন- মমিনুল ইসলাম বাবু এবং বদরুল হাসান লিটন।