বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) বার্ষিক সাধারণ সভা আগামী ১৭ আগস্ট বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ওইদিন বেলা সাড়ে ১০ টায় নগরীর অলকার মোড়স্থ মাস্টারসেফ রেস্টুরেন্টের কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।
গতকাল বুধবার সন্ধ্যায় রাজশাহী সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাহী কমিটির সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করবেন, আরইউজে সভাপতি কাজী শাহেদ। সভায় আরইউজে সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ, কোষাধ্যক্ষ তবিবুর রহমান মাসুম ও সদস্য জনাব আলী উপস্থিত ছিলেন।
একই সভায় আগামী ১৫ আগস্ট’১৭ জাতীয় শোক দিবস উপলক্ষে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ওইদিন সন্ধ্য সাড়ে ৬টায় আলোচনাসভা অনুষ্ঠিত হবে। ১৭ আগস্ট বার্ষিক সাধারণ সভা ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভায় অংশ গ্রহণের জন্য সকল সম্মানিত সদস্যদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।