আরইউজে নির্বাচনে ১১ প্রার্থীর মনোনয়নপত্র জমা

আপডেট: জানুয়ারি ৪, ২০২৪, ৮:০৭ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি:


রাজশাহী সাংবাদিক ইউনিয়ন নির্বাচন-২০২৪ এ অংশ নিতে বিভিন্ন পদে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র তুলে জমা দিয়েছেন। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকাল ৫টা পর্যন্ত ছিল মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেয়ার শেষ সময়। আগের দিন বুধবার রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয় থেকে মনোনয়নপত্র বিক্রি ও জমা নেয়া শুরু হয়।

এ নির্বাচনে অংশ নিতে সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক ও দপ্তর সম্পাদক পদে ২ জন করে প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন। সহসভাপতি, কোষাধ্যক্ষ ও নির্বাহী সদস্যের ১টি পদের বিপরীতে ১জন করে প্রার্থী মনোনয়নপত্র তুলে জমা দিয়েছেন।

শুক্রবার (৫ জানুয়ারি) বিকাল ৪টায় মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। এরপর বিকাল ৫টায় বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। বৈধ প্রার্থীগণ শনিবার (০৬ জানুয়ারি) বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন।

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ত্রিবার্ষিক এই নির্বাচনের ভোটগ্রহণ করা হবে আগামী ১৩ জানুয়ারি। সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সাংবাদিক ইউনিয়ন কার্যালয়েই ভোট গ্রহণ করা হবে। এরপর ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ