বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ, ১২ ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক :
নগরীতে মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর বাসস্টান্ডের আশেপাশের এলাকায় এ অভিযান পরিচালানো করা হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সড়ক পাশে অবৈধ দোকানপাট উচ্ছেদের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। এ উচ্ছেদ অভিযানে রেলগেট থেকে শুরু করে নগরীর শিরোইল বাসস্টান্ড ও ঢাকা স্ট্যান্ডের আশেপাশে উচ্ছেদ করা হয়। এসময় প্রায় ২০ থেকে ৩০টি ব্যবসাপ্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়।
বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদত হোসেন খান বলেন, এটি একটি ব্যস্ততম রাস্তা। এই এলাকা দিয়ে মানুষ যেন ভলোভাবে চলাফেরা করতে পারে সেইজন্য অভিযান চালানো হয়েছে। অবৈধ ব্যবসাপ্রতিষ্ঠানগুলো তুলে দেয়া হয়েছে। তিনি বলেন, অবৈধ ব্যবসাপ্রতিষ্ঠানগুলো উচ্ছেদের সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।