আরএমপি পুলিশের অভিযানে নগরীতে বিভিন্ন অপরাধে ৩৩ জন আটক, মাদকদ্রব্য উদ্ধার

আপডেট: নভেম্বর ২৬, ২০২৩, ১২:১৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :


রাজশাহী মহানগর পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৩৩ জনকে গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করেছে শনিবার (২৫ নভেম্বর) ২৪ ঘণ্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কর্তৃক নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২৫ নভেম্বর) মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, ধৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-৪ জন, রাজপাড়া থানা-৩ জন, চন্দ্রিমা থানা-৪ জন, মতিহার থানা-৩ জন, কাটাখালী থানা-১ জন, শাহমখদুম থানা-৫ জন, এয়ারপোর্ট থানা-২ জন, পবা থানা-৩ জন, কাশিয়াডাঙ্গা থানা-১ জন, কর্ণহার থানা-১ জন, দামকুড়া থানা-৩ জন ও ডিবি পুলিশ-৩ জনকে আটক করে। যার মধ্যে ৯ জন ওয়ারেন্টভূক্ত আসামি, সাত জনকে মাদকসহ এবং অন্য অপরাধে ১৭ গ্রেফতার করা হয়।

আসামিদের কাছ থেকে ১৫ গ্রাম হেরোইন, ৪শো পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এববং ৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
ধৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ