বিট পুলিশিং পক্ষ উদযাপন করছে আরএমপি

আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০২৪, ১১:১৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক আরএমপি’র সেবা জনগণের নিকট পৌঁছে দিতে ও পুলিশের সঙ্গে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধিতে বিট পুলিশিং পক্ষ উদযাপন উপলক্ষ্যে আরএমপি’র সকল থানায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

আরএমপি’র কমিশনার বিপ্লব বিজয় তালুকদারের দিকনির্দেশনায় গত ১৬ ও ১৭ ফেব্রুয়ারি আরএমপি’র ১২ টি থানার বিভিন্ন বিটের বিট অফিসাররা পুলিশি সেবা জনগণের নিকট পৌঁছে দিতে ও সেবার কার্যক্রমকে গতিশীল এবং কার্যকর করতে “বিট পুলিশিং পক্ষ” উদযাপন উপলক্ষ্যে উঠান বৈঠক, শিক্ষা প্রতিষ্ঠানে মতবিনিময় করেছে। উঠান বৈঠক ও মতবিনিময় সভায় সহকারী পুলিশ কমিশনারসহ থানা অফিসার ইনচার্জ, শিক্ষক, সুধীজন, স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

১৬ ফেব্রুয়ারি বোয়ালিয়া মডেল থানার ৭ নং বিট ও এয়ারপোর্ট থানার ২নং বিট এবং আজ ১৭ ফেব্রুয়ারি শাহমখদুম থানার ৪ নং বিট, এয়ারপোর্ট থানার ৪ নং বিট, কাটাখালী থানার ২ নং বিট, বেলপুকুর থানার ১ নং বিট ও কর্ণহার থানার ৫ নং বিট অফিসারগণ তাদের নিজ নিজ বিট এলাকায় উঠান বৈঠক ও মতবিনিময় সভা করেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ