মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক:
আরও একটা অতিমারি আসতে চলেছে? আমেরিকার বিজ্ঞানীদের দাবি ঘিরে চাঞ্চল্য শুরু হয়েছে।
গবেষকরা জানিয়েছেন, নতুন ভ্যারিয়্যান্টটি মানুষের মধ্যে সংক্রমিত হওয়ার থেকে আর এক ধাপ দূরে রয়েছে। এই ভাইরাসে সংক্রমিত হলে যে লক্ষণ দেখা দিচ্ছে তা অনেকটা কোভিড অতিমারির লক্ষণের মতন। অত্যন্ত মারাত্মক এই ভাইরাস। যা মধ্যপ্রাচ্যে ছড়াতে শুরু করেছে। ভাইরাসের গঠন বোঝার জন্য বিজ্ঞানীরা ক্রায়োইলেক্ট্রন মাইক্রোস্কোপি ব্যবহার করেছিলেন। তাঁরা দেখেছেন যে স্পাইকের মূল অংশগুলি বন্ধ অবস্থায় রয়ে গেছে। এটি সংক্রমণকে আরও দ্রুত করে তোলে। যা দেখে বিজ্ঞানীরা যথেষ্টই উদ্বিগ্ন।
মানব কোষগুলিকে সংক্রামিত করার সম্ভাবনা আরও ভালভাবে বোঝার জন্য পুরো বিষয়টি আরও ভাল করে পরীক্ষা করছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের দাবি, ইতোমধ্যেই এটি মানব কোষে প্রবেশের জন্য প্রস্তুত।
প্রসঙ্গত, এর আগে কোভিড অতিমারিতে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিলেন। ভারতেও দেখা দিয়েছিল মৃত্যুমিছিল। ভ্যাকসিন আবিষ্কারের পর ওই ভাইরাস হয় জব্দ। কিন্তু মার্কিন বিজ্ঞানীরা এবার যে দাবি করে বসলেন তা ভয় ধরাতে বাধ্য।
তথ্যসূত্র: আজকাল অনলাইন