আরডিএ মার্কেটের উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা

আপডেট: জানুয়ারি ৯, ২০১৭, ১২:০৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক



আরডিএ মার্কেটের উন্নয়ন নিয়ে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অধ্যক্ষ বজলুর রহমানের সঙ্গে মতবিনিময় করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ও নগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন। গতকাল রোববার বিকেল সাড়ে ৪টায় আরডিএর চেয়ারম্যানের কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
অধ্যক্ষ বজলুর রহমান বলেন, আরডিএ মার্কেটের উন্নয়ন নিয়ে মতবিনিময় হয়েছে। কীভাবে মার্কেটের উন্নয়ন করা যায়Ñমার্কেট ভেঙে নতুনভাবে আশেপাশের আরো কিছু জায়গা নিয়ে বড় পরিসরে পরিকল্পিতভাবে মার্কেট নির্মাণ করা যায় কি না তা নিয়ে আলোচনা হয়েছে। এই বিষয়ে আরো কয়েকটি সভার হবার পরই সিদ্ধান্ত নেয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ