শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
প্রতিবন্ধিদের বিভিন্ন উপকরণ তুলে দেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি সমাজসেবী শাহিন আকতার রেণী। এ সময় উপস্থিত ছিলেন সাংসদ ফজলে হোসেন বাদশা-সোনার দেশ
রজনীগন্ধা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার (আরপিইউএস) উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে পিটিআই এর হলরুমে শিক্ষা উপকরণ, বিনামূল্যে ওষুধ বিতরণ ও দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে সদাছড়ি বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, সাংসদ ফজলে হোসেন বাদশা।
সংস্থার সভাপতি আসাদুজ্জামান চৌধুরী রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা রাজশাহী অঞ্চলের পরিচালক অধ্যাপক ড. আবদুল মান্নান, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি সমাজসেবী শাহিন আকতার রেণী, সহকারী জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লায়লী বানু, সহকারী জেলা প্রাথমকি শিক্ষা অফিসার সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন, আরপিইউএস এর সহসভাপতি সালাউদ্দিন রানা ও সংক্ষিপ্ত বক্তব্য দেন, শারমিন বেগম। এসময় ৪০ জন প্রতিবন্ধীদের মাঝে এ উপকরণগুলো বিতরণ করা হয়।