আরশির ‘ভালোবাসার ময়না’

আপডেট: ডিসেম্বর ২১, ২০১৬, ১২:০৩ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক



ঢাকাই চলচ্চিত্রে নতুন মুখ আরশি হাসান। চলতি বছর তার অভিনীত ‘বাজে ছেলে দ্য লোফার’ শিরোনামের সিনেমাটি মুক্তি পায়। এরপর কয়েকটি সিনেমার প্রস্তাব পেলেও ব্যাটে-বলে না মেলায় এ কাজগুলো করেননি তিনি। এবার ‘ভালোবাসার ময়না’ শিরোনামের নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বলে রাইজিংবিডিকে জানিয়েছেন আরশি।
‘ভালোবাসার ময়না’ সিনেমাটি পরিচালনা করছেন তোফাজ্জল তুহিন। চিত্রনাট্য লিখছেন ছটকু আহমেদ। এ সিনেমায় আরশির বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক শিপন।
এ প্রসঙ্গে আরশি রাইজিংবিডিকে বলেন, ‘‘কিছুদিন আগে ‘ভালোবাসার ময়না’ শিরোনামের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। আগামী জানুয়ারিতে এ সিনেমার শুটিংয়ে অংশ নিব। রোমান্টিক গল্প নিয়ে সিনেমাটি নির্মিত হচ্ছে। গল্পটি দারুণ। আশা করছি, সবার ভালো লাগবে।’
তিনি আরো বলেন, ‘‘বাজে ছেলে দ্য লোফার’ সিনেমাটি মুক্তির পর বেশ কিছু সিনেমার কাজের অফার আসে। সেসব সিনেমার গল্প, বাজেট ভালো নয় বলে কাজগুলো করা হয়নি। ভালো গল্প ও ভালো আয়োজনের সিনেমায় কাজ করতে চাচ্ছি।’
গত ২৯ এপ্রিল ‘বাজে ছেলে দ্য লোফার’ সিনেমাটি সারা দেশে মুক্তি পায়। সোহেল বাবু পরিচালিত এ সিনেমায় আরশির বিপরীতে অভিনয় করেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। রাইজিংবিডি

এ বিভাগের অন্যান্য সংবাদ