আর্জেন্টিনার হার, দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন ব্রাজিল

আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ১২:২৫ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


ভয়াবহ শুরুর পর দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখলো ব্রাজিল। দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সবচেয়ে বড় হার দিয়ে যাত্রা শুরু করে শেষ পর্যন্ত শিরোপা জিতেছে সেলেসাওরাই।

আর্জেন্টিনার বিপক্ষে ৬-০ ব্যবধানে বিধ্বস্ত হওয়ার পর রামন মেনেজেসের শিষ্যরা নিজেদের গুছিয়ে নেয় এবং ধাপে ধাপে উন্নতি করতে থাকে। শেষ পর্যন্ত ভেনেজুয়েলার পুয়ের্তো লা ক্রুজে হওয়া ফাইনালে চিলিকে ৩-০ গোলে হারিয়ে তারা টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলেছে।

জোসে আন্তোনিও আনজোয়াতেগি স্টেডিয়ামে ফাইনালে ব্রাজিলের গোল আসে ম্যাচের শেষভাগে। ৭৩তম মিনিটে ডেইভিড ওয়াশিংটনের গোলে লিড নেয় ব্রাজিল। এরপর ৮৬তম মিনিটে পেদ্রিনহো ও ৮৮তম মিনিটে রিকার্দো মাথিয়াস গোল করে জয় নিশ্চিত করেন।

এই জয়ের মাধ্যমে ব্রাজিল দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে নিজেদের ১৩তম শিরোপা জিতল, যা প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী উরুগুয়ে, যারা এখন পর্যন্ত ৮ বার চ্যাম্পিয়ন হয়েছে।

অন্যদিকে, আর্জেন্টিনার জন্য হতাশার দিন ছিল। চ্যাম্পিয়ন হতে হলে তাদের অন্তত ৪ গোলে প্যারাগুয়েকে হারাতে হতো, কিন্তু তারা ৩-২ গোলের পরাজয় বরণ করে নেয়।
দুর্দান্ত প্রত্যাবর্তনের মাধ্যমে ব্রাজিল আবারও প্রমাণ করলো, কেন তারা দক্ষিণ আমেরিকান ফুটবলের অন্যতম সেরা শক্তি।
তথ্যসূত্র: জাগোনিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version