বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসনের দেওয়া আর্থিক সুবিধার বিনিময়ে চাকরি ছাড়ার প্রস্তাব (বাইআউট) গ্রহণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রায় ৭৫ হাজার ফেডারেল কর্মী।
বুধবার রাতে যুক্তরাষ্ট্রের কর্মী ব্যবস্থাপনা দপ্তরের এক মুখপাত্র এ কথা জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের কর্মীবাহিনীর সংখ্যা ২৩ লাখ। এই কর্মীবাহিনীকে ‘অকেজো’ ও তার বিরুদ্ধে ‘পক্ষপাতদুষ্ট’ বলে মন্তব্য করে এর আকার হ্রাস করার উদ্যোগ নিয়েছেন ট্রাম্প। বিভিন্ন পন্থার মাধ্যমে এই উদ্যোগ বাস্তবায়নের চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন, তার মধ্যে ‘বাইআউট’ অন্যতম।
ট্রাম্প মার্কিন সরকারি সংস্থাগুলোকেও ব্যাপক চাকরি ছাঁটাই করার নির্দেশ দিয়েছেন। ইতোমধ্যে অনেক সংস্থা এ নির্দেশ বাস্তবায়ন শুরু করে দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, কিছু কিছু সংস্থার কর্মকর্তাদের ৭০ শতাংশ পর্যন্ত চাকরি ছাঁটাই করার প্রস্তুতি নেওয়ার জন্য বলা হয়েছে।
কিন্তু সরকারি চাকরিজীবীদের ইউনিয়নগুলো তাদের সদস্যদের ‘বাইআউট’ প্রস্তাব গ্রহণ না করার আহ্বান জানিয়েছে। এ প্রস্তাবের বিষয়ে ট্রাম্পকে বিশ্বাস করা যায় না বলে সতর্ক করেছে তারা।
‘বাইআউট’ প্রস্তাবে সরকারি কর্মজীবীদের কোনো কাজ করা ছাড়াই চলতি বছরের অক্টোবর পর্যন্ত নিয়মিত বেতন ও অন্যান্য সুবিধা নিয়ে চাকরি ছাড়ার কথা বলা হয়েছে। তবে এগুলো দৃঢ়ভাবে অনুসরণ করা নাও হতে পারে বলে জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের ব্যয় আইন অনুযায়ী বেতনের জন্য চলতি বরাদ্দ ১৪ মার্চ শেষ হবে। এই তারিখের পর বেতনের জন্য নতুন তহবিল বরাদ্দ করার কোনো নিশ্চয়তা নেই বলে জানিয়েছে রয়টার্স।
সরকারি ব্যয় হ্রাস নিশ্চিত করতে ট্রাম্প সরকারি দক্ষতা বিভাগ’ নামের একটি প্রতিষ্ঠান গড়ে তুলে ধনকুবের ইলন মাস্ককে এর দায়িত্ব দিয়েছেন। এই বিভাগ যুক্তরাষ্ট্রের ফেডারেল বাজেট থেকে এক ট্রিলিয়ন ডলার ব্যয় হ্রাসের লক্ষ্য নিয়েছে। এটি বাস্তবায়নের লক্ষ্যে তারা প্রদত্ত অর্থ ও ব্যক্তিগত রেকর্ড পর্যালোচনা শুরু করেছে।
গত বছর যুক্তরাষ্ট্রের ফেডারেল বাজেট ছিল ৬ দশমিক ৭৫ ট্রিলিয়ন ডলার। এই বাজেটের ৫ শতাংশেরও কম সরকারি কর্মীদের বেতন দিতে খরচ হয়েছে।
তথ্যসূত্র: বিডিনিউজ