বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
পৃথিবী যদি শেষ হয়ে যায় তাহলে মানবজাতির পরবর্তী বাসস্থান কোথায় হবে। এই চিন্তা বহু বিজ্ঞানীদের রাতের ঘুম কেড়েছে। তবে এবার সেই চিন্তার দিন শেষ করে জেগে উঠেছে আশার আলো। একদল জ্যোতির্বিজ্ঞানী একটি পৃথিবীর মত গ্রহ আবিষ্কার করেছেন। এটি সূর্য থেকে ৪,০০০ আলোকবর্ষ দূরে একটি নক্ষত্রকে প্রদক্ষিণ করছে।
এই গ্রহটি পৃথিবীর মতো পাথুরে এবং এর ভরও পৃথিবীর সমান। এই আবিষ্কার পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে একটি নতুন আশার সঞ্চার করেছে। যখন আমাদের সূর্য তার শেষ পর্যায়ে প্রবেশ করবে তখন পৃথিবী তার বিস্তৃতির মধ্যে পড়ে ধ্বংস হবে না। এরফলে ভবিষ্যতে মানুষ এই গ্রহের বাসিন্দা হতেই পারেন। বৃহস্পতির ইউরোপা, ক্যালিস্টো এবং গ্যানিমিডে বা শনি গ্রহের ইনসেলাডাসের মতো গ্রহগুলি ভবিষ্যত প্রজন্মের জন্য নিরাপদ আশ্রয়স্থল হতে পারে।
বিজ্ঞানীরা মনে করছেন সূর্য যখন তার জ্বালানি শেষ করবে তখন তা একটি লাল দৈত্যে পরিণত হবে, তারপর ছোট হয়ে সাদা গ্রহে রূপান্তরিত হবে। সূর্যের ছড়িয়ে পড়ার পরিমাণ ঠিক করবে কোন গ্রহগুলিকে সে নিজে গ্রাস করে নেবে। সেদিক থেকে দেখতে হলে বুধ এবং শুক্র গ্রহগুলি হারিয়ে যাবে।
তবে পৃথিবী তখন বিপদে পড়বে কিনা সেটা এখনই জোর দিয়ে বলা যাচ্ছে না। তবে নতুন আবিষ্কার হওয়া এই গ্রহটি মানুষের বসবাসের যোগ্য হতে পারে বলেই মনে করছেন বিজ্ঞানীরা। সূর্য যখন তার শেষ পর্যায়ে পৌঁছবে তখন মানবজাতির নতুন আশ্রয়স্থল হয়ে উঠতে পারে এই গ্রহ।
তথ্যসূত্র: আজকাল অনলাইন