‘আলমপনার দরবারে’র মোড়ক উন্মোচন

আপডেট: মার্চ ১৬, ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ণ


আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:


রংপুর টেনিস কমপ্লেক্সে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সাজিদ রহমানের ১ম উপন্যাস ‘আলমপনার দরবারে’র মোড়ক উন্মোচন করা হয়। এসময় অতিথিরা লেখক সাজিদ রহমানের কলম থেকে আরো লেখা উপহার কামনা করেন।

শনিবার রংপুর টেনিস কমপ্লেক্সে এক ইফতার মাহফিলের প্রাক্কালে আলমপনার দরবারের মোড়ক উন্মোচন করেন সরকারের অতিরিক্ত সচিব (অব:) জাকির হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি রেজাউল হক খান ও মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, প্রফেসর হামিদুর রহমান ও ওমর ফারুক, বিএডিসির যুগ্ম পরিচালক নির্মাল্য কুমার রায়, কৃষিবিদ মোহাম্মদ মনিরুজ্জামান (অতিরিক্ত পরিচালক, অব:) ও কৃষিবিদ সাইফুল ইসলাম (অতিরিক্ত উপপরিচালক) সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ফিরোজ আক্তার, আনসার ও ভিডিপির উপপরিচালক (অব:) হাবিবুর রহমান, কর্মসংস্থান ব্যাংকের এসপিও শহীদুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার আসাদুজ্জামান, ব্যাংক কর্মকর্তা (অবঃ) হেফজুর রহমান সহ আরও অনেকে।

উল্পেখ্য, একুশে বইমেলা ২০২৫ এ অ্যাডর্ন পাবলিকেশন থেকে বের হয় ‘আলমপনার দরবারে’। এটি মূলত স্যাটায়ার ও হিউমার সমৃদ্ধ উপন্যাস। সামাজিক অসংগতি নিয়ে লিখিত উপন্যাসটি প্রকাশের পর পাঠক মহলে ব্যাপক সাড়া পড়েছে। এর আগে লেখকের ‘বিজিতের পলায়নবিদ্যা’ ও ‘বাউরা’ নামক দুইটি গল্পগ্রন্থ প্রকাশিত হয়।

গল্পকার ও প্রকৌশলী সাজিদ রহমান তাঁর গল্পে মূলত প্রান্তিক মানুষের কথা বলেন। সমাজের অসংগতি, অনাচারসহ নানা বিষয় মূলত তাঁর লেখার মূল উপজীব্য। দৈনিকের পাতায়, বিভিন্ন পত্রিকায়, লিটিল ম্যাগে নিয়মতি বিরতিতে তিনি লিখে চলছেন। তিনি একজন সৌখিন লন টেনিস খেলোয়াড়। টেনিস খেলোয়াড় সুবাদে টেনিস মাঠে ‘আলমপনার দরবারে’র মোড়ক উন্মোচন হয়।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ