আলাদা হয়েছিল বহুবছর আগে, ২০০ কিলোমিটার বন পেরিয়ে দেখা একে অপরের, বাঘের কাহিনি জল আনবে চোখে

আপডেট: ডিসেম্বর ১৭, ২০২৪, ১:০৯ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


একজনের সঙ্গে দেখা করার জন্য অন্যজনের দীর্ঘপথ পাড়ি দেওয়া। বাস্তব জীবনে কিংবা গল্পে এই ধরনের চরিত্র অনেক। কেউ পাড়ি দিয়েছেন সঙ্গীর সঙ্গে দেখা করতে, কেউ মায়ের সঙ্গে সাক্ষাতে ছুটে গিয়েছেন দেশ থেকে দেশান্তরে। কিন্তু বহুবছর আগে আলাদা হয়ে যাওয়া অপর বাঘের সঙ্গে সাক্ষাতের জন্য এক বাঘের বন পেরিয়ে ২০০ কিলোমিটার পাড়ি দেওয়ার কাহিনি, চোখে জল আনছে নেটিজেনদের।

বরিস এবং শ্বেতলায়া। সালটা ২০১২। শিখোট-আলিন পর্বতে অনাথ শাবক হিসেবে উদ্ধার করা হয় তাদের। মানুষের থেকে যথাসম্ভব দূরে রাখতে বিশেষ উদ্যোগ নেওয়া হয় এই দুই বাঘের জন্য। শেখানো হয় বনে বসবাসের আদবকায়দা। উদ্দেশ্য ছিল, বনাঞ্চলে স্বাধীনভাবে তাদের বেঁচে থাকা শেখানো। ২০১৪ সালে ১৮ মাস বয়সে তাদের ছেড়ে দেওয়া হয় নিজেদের অভ্যাস তৈরির জন্য।

জার্নাল অফ ওয়াইল্ডলাইফ ম্যানেজমেন্টে প্রকাশিত তথ্য অনুসারে, বরিস তাদের জীবনযাত্রায় অভ্যাসের জন্য বনাঞ্চলে ছেড়ে দেওয়ার প্রায় তিনবছর পর খোঁজ শুরু করে শ্বেতলায়ার। বেশিরভাগ বাঘ যেখানে নিজেদের নির্দিষ্ট অঞ্চলে ঘোরাফেরা করে, দাপট দেখায়, সেখানে বরিসের লক্ষণগুলি ছিল একেবারে ভিন্ন।

সে দীর্ঘপথ পেরিয়ে যেতে থাকে একসময়ের সঙ্গীর খোঁজে। দীর্ঘ বন, দুর্গম রাস্তা পেরিয়ে বরিসের এই শ্বেতলায়ার কাছে পৌঁছে যাওয়া বাঘ সংরক্ষণকারীদের কাছে উচ্ছ্বাসের এবং আনন্দের। উল্লেখ্য, প্রথম থেকেই বরিসের গতিবিধির উপর নজর ছিল তাঁদের।
তথ্যসূত্র: আজকাল অনলাইন