আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত

আপডেট: জুন ২৩, ২০২৪, ১১:৪৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:


বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উপলক্ষ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা শেষে কেক কাটা ও মিষ্টি বিতরণ করা হয়।

এ উপলক্ষে রাজশাহী মহানগর আওয়ামীলীগ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। কর্মসূচির মধ্যে সূর্যোদয়ের সাথে সাথে কুমারপাড়াস্থ মহানগর আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। নগরীর প্রত্যেক ওয়ার্ডে মাইকযোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাষণ ও দেশাত্মবোধক গান প্রচার করা হয়।

রোববার (২৩ জুন) সকাল ১০টায় দলীয় কার্যালয়ের স্বাধীনতা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। সকাল সাড়ে ১০ টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে কেক কাটা ও মিষ্টি বিতরণ করা হয়।

আলোচনা সভায় নগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে বক্তব্য দেন, জাতীয় শ্রমিক লীগ সভাপতি নূর কুতুব আলম মান্নান, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, ডা. তবিবুর রহমান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, নগর যুবলীগ সভাপতি মনিরুজ্জামান খাঁন মনির, সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, নগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল মোমিন, নগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস হলো সংগ্রাম গাঁথা বিজয়ের ইতিহাস, যার মন্ত্রই হলো “জয় বাংলা”। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের দল। আওয়ামী লীগের শক্তি হচ্ছে জনগণ। আওয়ামী লীগের নেতৃত্বে জনগণই দেশের স্বাধীনতা এনেছে এবং রক্ষা করেছে। বাংলাদেশ ও বাঙালির সকল অর্জন আওয়ামী লীগের নেতৃত্বেই সম্ভব হয়েছে।

বক্তারা আরো বলেন, বাংলাদেশ আজ উন্নয়ন, অগ্রগতি ও সাফল্যের জয়গানে মুখরিত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। কোন অপশক্তি এই উন্নয়ন অগ্রযাত্রাকে থামাতে পারবে না, এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে ইনশাল্লাহ।

উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের দপ্তর সম্পাদক মাহাবুব-উল-আলম বুলবুল, প্রচার সম্পাদক দিলীপ কুমার ঘোষ, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, ধর্ম বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, শ্রম সম্পাদক আব্দুস সোহেল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামারউল্লাহ সরকার কামাল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: ফ ম আ জাহিদ, সদস্য মোশফিকুর রহমান হাসনাত, হাবিবুর রহমান বাবু, শাহাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল মান্নান, আব্দুস সালাম, বাদশা শেখ, মোখলেশুর রহমান কচি, এ্যাড. রাশেদ-উন-নবী আহসান, কে এম জুয়েল জামান,

থানা আওয়ামী লীগের মধ্যে রাজপাড়া থানার সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু, বোয়ালিয়া (পূর্ব) থানার সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, শাহ্ মখদুম থানার সাধারণ সম্পাদক শাহাদত আলী শাহু, মতিহার থানার সাধারণ সম্পাদক আলাউদ্দিন, নগর শ্রমিক লীগ সভাপতি মাহাবুবুল আলম, সাধারণ সম্পাদক আকতার আলী, নগর কৃষক লীগ সভাপতি রহমতউল্লাহ সেলিম, নগর যুব মহিলা লীগ সভাপতি এ্যাড. ইসমত আরা, সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন নিলু, নগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজ প্রমুখ।

জেলা আওয়ামী লীগ
প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) মিলনায়তনে রাজশাহী জেলা আওয়ামী লীগ আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা।
রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকারের অনুপস্থিতিতে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. ইব্রাহিম হোসেন।

আলোচনা সভায় বক্তৃতা রাখেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ দলের সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও দলীয় জনপ্রতিনিধিবৃন্দ। সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুস সামাদ।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে আওয়ামী লীগ এ দেশের মানুষের কল্যাণের জন্য রাজনীতি করে। জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগের শক্তির মূল উৎস জনগণ এবং তৃণমূলের নেতাকর্মী। প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বজ্রকঠিন দিকনির্দেশনায় আমাদের দেশকে ২০৪১ সালের মধ্যেই স্মার্ট বাংলাদেশে পরিণত করতে আওয়ামী লীগের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

সেখানে রাজশাহীর ৯ উপজেলার ১৮ জন প্রবীণ আওয়ামী লীগ কর্মীকে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ সম্মাননা দেওয়া হয়। এর আগে সকালে সমবায় প্রতিমন্ত্রীর নেতৃত্বে রাজশাহী কলেজে থাকা জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহীদ ডা. কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে এসে শেষ হয়।

মহানগর যুবলীগ
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর আওয়ামী যুবলীগের উদ্যোগে শ্রদ্ধা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল ১০টায় কুমাড়পাড়াস্থ রাজশাহী মহানগর আওয়ামী লীগ অফিসে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। রাজশাহী মহানগর আওয়ামী যুবলীগের নবগঠিত কমিটির পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধীতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। এছাড়াও বিকেলে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন নবগঠিত রাজশাহী মহানগর যুবলীগ কমিটির সভাপতি মো. মনিরুজ্জামান খান মনির এবং সাধারন সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি। এছাড়াও আরো উপস্হিত ছিলেন সহ-সভাপতি মোখলেসুর রহমান মিলন, মো. মুকুল শেখ, মো. মাজেদুল আলম শিবলী, মো. জয়নাল আবেদীন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রায়হানুল রহমান রয়েল, সাংগঠনিক সম্পাদক মো. খালেদ হাসান বিপ্লব, অরবিন্দ দত্ত বাপ্পি, গ্রন্থনা ও প্রকাশা বিষয়ক সম্পাদক মুরসালিন হক রাবু, সহ-সম্পাদক প্রণব কুমার সরকার, এস এম আশিকুর রহমান অদ্বিত।

রাজশাহী মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি মনিরুজ্জামান খান মনিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ এর পরিচালনায় বক্তব্য রাখেন নবগঠিত কমিটির সহ-সভাপতি মোখলেসুর রহমান মিলন, মুকুল শেখ, মাজেদুল আলম শিবলী, জয়নাল আবেদীন, যুগ্ম-সাধারণ সম্পাদক রায়হানুল রহমান রয়েল, সাংগঠনিক সম্পাদক খালেদ হাসান বিপ্লব, অরবিন্দ দত্ত বাপ্পি, গ্রন্থণা প্রকাশনা বিষয়ক সম্পাদক মুরসালীন হক রাবু, সহ-সম্পাদক প্রণব কুমার সরকার, এস এম আশিকুর রহমান অদ্বিত।

জেলা যুবলীগ
আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ১১ টায় নগরীর লক্ষ্মীপুরস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহা. আসাদুজ্জামান আসাদ, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি বাবু অনিল কুমার সরকার, রাজশাহী জেলা যুবলীগের সহ-সভাপতি আলমগীর মোর্শেদ রঞ্জু, আরিফুল ইসলাম রাজা, মোজাহিদ হোসেন মানিক, কাজী মোজাম্মেল হক, যুগ্মসাধারণ সম্পাদক মোবারক হোসেন মিলন, সামাউন ইসলাম, সেজানুর রহমান সেজান, সাংগঠনিক ইঞ্জিনিয়ার রফিকুজ্জামান, হাবিবুর রহমান হাবিব, ফয়সাল আহম্মেদ রুনু। সাবেক সহ-সভাপতি বেলাল সরকার, সাবেক জেলা যবলীগ নেতা সেলিম শেখ, মক্তার হোসেন, আজিজুর রহমান প্রমুখ।

সকাল সাড়ে ১১ টায় রাজশাহী জেলা আওয়ামীলীগ আয়োজিত কাইসার রহমান অডিটোরিয়ামে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগদান করেন, রাজশাহী জেলা যুবলীগ নেতৃবৃন্দ।

পবা উপজেলা আ’লীগ
পবা উপজেলা আ’লীগের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সেই লক্ষ্যে রোববার (২৩ জুন) সকালে নওহাটা মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এর আগে, প্রতিষ্ঠাবার্ষিকীতে নওহাটা পৌরসভা কার্যালয় চত্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে কেক কেটে উদযাপন করা হয়েছে। এরপর নওহাটা পৌরসভা কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নওহাটা মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়।
অনুষ্ঠানে পবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াসিন আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহা. আসাদুজ্জামান আসাদ।

এসময় পবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নওহাটা পৌর মেয়র মো. হাফিজুর রহমান হাফিজ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, পবা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. ফারুক হোসেন ডাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, দফতর সম্পাদক আব্দুল মান্নান, নওহাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক কামরুল হাসান, পবা উপজেলা যুবলীগের সভাপতি এমদাদুল হক, পবা উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ফরিদুল ইসলাম রাজু, বড়গাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাদাত হোসেন সাগর। এছাড়াও আরো উপস্থিত ছিলেন পবা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বঙ্গবন্ধু পরিষদ
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী জেলা বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে রাবি বঙ্গবন্ধু হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। রোববার (২৩ জুন) বেলা ১১ টায় বঙ্গবন্ধু পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক উপকমিটির চেয়ারম্যান, রাবির সাবেক উপাচার্য এবং নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেকের নেতৃত্বে এই শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় সংগঠনের সাধারণ সম্পাদক প্রফেসর ড. আবুল কাশেম, সহসভাপতি রাবির সাবেক উপ-উপাচার্য প্রফেসর নূরুল্লাহ, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ফায়েকুজ্জামান, প্রফেসর জান্নাতুল ফেরদৌস, প্রফেসর হাসিবুল আলম প্রধান, প্রফেসর বেল্লাল হোসেন (রুয়েট), প্রফেসর মামুন জিয়াদ, প্রফেসর বনি আদম, প্রফেসর সাজ্জাদ বকুল, অধ্যাপক নাজমুল হায়দার,অধ্যাপক সাদিকুল সাগর, ড. মো. আব্দুল কুদ্দুস, ড. নাসরিন লুবনা, মো. ইদ্রিস আলী, হাসান ঈমাম সুইট, জামসেদ হোসেন টিপুসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় সংক্ষিপ্ত আলোচনায় প্রফেসর আবদুল খালেক বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ একই সূতোয় গাথা। এসময় তিনি দেশ থেকে যারা টাকা পাচার ও দুর্নীতির সাথে জড়িত তাদের খুঁজে বের করে আইনের মাধ্যমে শাস্তি প্রদানের আহ্বান জানান।

শ্রমিক লীগ রাজশাহী মহানগর
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উপলক্ষ্যে জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগরের উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ ড. শামসুজ্জোহার স্মৃতিস্তম্ভ ও সমাধীস্থ পরিষ্কার-পরিছন্ন করা হয়। উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগরের সভাপতি মাহাবুবুল আলম, সাধারণ সম্পাদক এমএ আকতার আলী, সহসভাপতি রেজাউল করিম বুলবুল, কাবাতুল্লাহ্, শরিফুল ইসলাম সাগর, যুগ্মসাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, মনোয়ার হোসেন, খুরশিদ আলম, গোলাম রসুল, নিয়ামত হোসেন রনি, সহসম্পাদক জার্জিস, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, শামীম উদ্দিন, রফিকুল ইসলাম, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক সিরাজুল ইসলাম, দফতর সম্পাদক হাসানুজ্জামান ফিরোজ, ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক মুক্তার আলী লোলো, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আক্তার, সহক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শহিদুল ইসলাম, সহশ্রমিক কল্যাণ সম্পাদক হাবিবুর রহমান হবি, সদস্য মনির খান ,শাহমখদুম থানা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক অলি, মতিহার থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আক্তার, বোয়ালিয়া থানা পশ্চিম শ্রমিক লীগের সভাপতি শাহিন ও সাধারণ সম্পাদক ইমন প্রমুখ।

Exit mobile version