আ’লীগের সাংগঠনিক দৃঢ়তা অব্যাহত রাখতে হবে : লিটন

আপডেট: জানুয়ারি ১৮, ২০১৭, ১২:০৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক



মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত কার্যনির্বাহী পরিষদের সভায় আ’লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও নগর সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, আ’লীগ শান্তির রাজনীতিতে বিশ্বাস করে। আ’লীগের সাংগঠনিক দৃঢ়তা অব্যাহত রাখতে হবে। এজন দলীয় নেতাকর্মীদের সৌহাদ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে এগিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী দলীয় নেতাকর্মীদের মধ্যে হিংসার রাজনীতি পছন্দ করেন না। গতকাল মঙ্গলবার রাতে দলীয় কার্যালয়ে সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লিটন বলেন, আগামী নির্বাচনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ শুরু করতে হবে। সরকারের উন্নয়নের দিকগুলো জনগণকে অবহিত করা প্রয়োজন। প্রধানমন্ত্রীর উন্নয়নের ভিশনে সহযোগিতা ও অনুপ্রেরণা রাখতে হবে। আ’লীগ সরকার গঠনের পর দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। বিশ্বে বাংলাদেশ সম্ভাবনাময় রাষ্ট্রের স্বপ্ন দেখে।
মহানগর আ’লীগে সাধারণ সম্পাদক ডাবলু সরকারের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, মহানগর আ’লীগের সহসভাপতি সমাজসেবী শাহীন আকতার রেনী, মীর ইকবাল, মাহফুজুল আলম লোটন, মোহাম্মদ আলী কামাল, সৈয়দ শাহাদত হোসেন, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, নিঘাত পারভীন, যুগ্মসম্পাদক মোস্তাক হোসেন, নাঈমুল হুদা রানা, সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু, আসাদুজ্জামান আজাদ, অ্যাডভোকেট আসলাম সরকার, দফতর সম্পাদক মাহবুবুল আলম বুলবুল, মহিলা সম্পাদিকা ইয়াসমিন রেজা ফেন্সি, আইন সম্পাদক অ্যাডভোকেট মোসাব্বিরুল ইসলাম, কৃষি সম্পাদক জহির উদ্দিন তেতু, তথ্য ও গবেষণা সম্পাদক সাইদুর রহমান রেন্টু, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফিরোজ কবির সেন্টু, যুব ও ক্রীড়া সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, শিল্প ও বাণিজ্য সম্পাদক এএসএম ওমর শরীফ রাজীব, সাংস্কৃতিক সম্পাদক কামার উল্লাহ সরকার কামাল, উপ-দপ্তর সম্পাদক  শফিকুল ইসলাম দোলন, উপ-প্রচার সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন, সদস্যবৃন্দ আরিফা বেগম, আহসানুল হক পিন্টু, হাফিজুর রহমান বাবু, আখতারুল আলম, আতিকুর রহমান কালু, আব্দুস সালাম, হাবিবুর রহমান বাবু, এনামুল হক কলিন্স, তবিবুর রহমান শেখ, সিরাজুল ইসলাম, আব্দুল হামিদ সরকার টেকন, মকিদুজ্জামান জুরাত, মোসফিকুর রহমান হাসনাত, রবিউল আলম রবি, শামসুন্নাহার মুক্তি, এবিএম হাবিবুল্লা ডলার, মুক্তিযোদ্ধা সাহাব উদ্দিন ও বেলাল হোসেন প্রমুখ।